দিনাজপুরে পাতাকপি মাত্র ৫ টাকায় বিক্রি হচ্ছে কিন্তু তাও গাহাক নেই । এসব কাণ্ডকারখানা দেখে বাঙ্গালকে আমার স্যালিউট দিতে ইচ্ছে করছে । আমি গত কদিনে খুব আশাহত হয়েছিলাম বাজারে দাড়িয়ে কেনা বেচার দৃশ্য দেখে । পাতা কপি না খেলে কি হয়? সম্ভবত এ ধরনের ইগো থেকে এমনটা ঘটতে পারে । যাই হোক বিবিধ মাধ্যমে বাজার বর্জনের ডাক খুব কাজে দিয়েছে । আমাদের জয় হবে ।
শাহ সাহেবের ডায়রি ।। পাবলিকের বদলা চলছে বেশ
দিনাজপুরে পাতাকপি মাত্র ৫ টাকায় বিক্রি হচ্ছে কিন্তু তাও গাহাক নেই । এসব কাণ্ডকারখানা দেখে বাঙ্গালকে আমার স্যালিউট দিতে ইচ্ছে করছে । আমি গত কদিনে খুব আশাহত হয়েছিলাম বাজারে দাড়িয়ে কেনা বেচার দৃশ্য দেখে । পাতা কপি না খেলে কি হয়? সম্ভবত এ ধরনের ইগো থেকে এমনটা ঘটতে পারে । যাই হোক বিবিধ মাধ্যমে বাজার বর্জনের ডাক খুব কাজে দিয়েছে । আমাদের জয় হবে ।
অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা নিয়োগ কারা দেয় ?
বৈষম্যবিরোধি আন্দোলনের সফল পরিসমাপ্তির পর আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কেরা ডক্টর ইউনুসকে দেশের ক্ষমতা গ্রহন করার আহবান সেই শহীদ মিনার থেকেই জানিয়েছিল। ডক্টর ইউনুস প্রথমে অরাজি হলেও পরে ছাত্রদের হাজারো অনুরোধের মুখে... ...বাকিটুকু পড়ুন
গণমুখী একটি চাওয়া
মানুষের মুখে হাসি ফুটুক,
আঁধার মুছে আলোর ছোঁয়া,
ক্লান্তিহীন পথ চলুক,
নতুন স্বপ্ন আনবে জোড়া।
দিনবদলের শপথ নিয়ে,
কাঁধে কাঁধ মিলে কাজ করে যাই,
নদীর স্রোতে ভেসে ভেসে
একটি স্রোতে মিলিয়ে যাই।
সবার তরে সমান বিচার,
ধনীর দুঃখীর,... ...বাকিটুকু পড়ুন
বাংলার একমাত্র অভিশপ্ত রাজনৈতিক দল আওয়ামীলীগ
২৩শে জুন বাংলার শেষ স্বাধীন নবাব জনাব সিরাজ উদ দৌলা ব্রিটিশদের কাছ হেরে যান কেবলমাত্র মীরজাফর, জগৎশেট, রাজভল্লভ, ঘষেটিদের কারণে। বাংলার ইতিহাসে এই দিনটি একটি অভিশপ্ত দিন। এর পর থেকে... ...বাকিটুকু পড়ুন
সেকালের গ্রামের বিয়ের বর দেখা
শহীদুল ইসলাম প্রামানিক
একদিন পরেই শুক্রবার। সকালেই বাবাকে ঐ বাড়ির ঘরবর (অর্থাৎ বর দেখা অনুষ্ঠানকে আঞ্চলিক ভাষায় ঘরবর বলে) উপলক্ষে ডাকা হয়েছে। বাবা সকালে গিয়ে বর দেখা উপলক্ষ্যে কি কি... ...বাকিটুকু পড়ুন
ওবায়েদুল কাদের কি মির্জা ফখরুলের বাসায় আছেন?
"পালাবো না, পালিয়ে কোথায় যাবো? দরকার হলে মির্জা ফখরুলের বাসায় আশ্রয় নেবো। কি ফখরুল সাহেব, আশ্রয় দেবেন না?" ওবায়েদুল কাদের একটি জনসভায় এই কথাগুলো বলেছিলেন। ৫ই আগষ্টের পরে উনি মির্জা... ...বাকিটুকু পড়ুন