
আর সেই ভিডিওর সমচেয়ে ভয়ঙ্কর যে তথ্যটি ছিল, তাহলো সেই সুড়ঙ্গ পথে সেই সময়ে ভারতের দিকেও পাইপ লাইন ছিল। সেই পাইপ লাইন দিয়ে ভারতেও গ্যাস পাচার করতো, ভারতে আনুষ্ঠানিক ভাবে কাগজে কলমে গ্যাস দেয়ার বহু বছর আগে থেকেই হাসিনা গ্যাস দেয়া শুরু করে।
এই রিপোর্ট টাই মূলত করতে চেয়েছিলেন রুনি। তবে তখন এটিএন বাংলা এর সত্ত্বাধিকারী মাহফুজুর রহমান তাতে বাধা দেয় এবং তোলপাড় শুরু হয় এটিএন নিউজ অফিসের অভ্যন্তরে।
রুনি তার মাছরাঙা টিভিতে কর্মরত তার স্বামী সাগরকে এই ভিডিও দেন তা প্রকাশের জন্য।
এজন্যই মাহফুজুর রহমান 'রঞ্জু' কে ওইদিন রাতেই পাঠায় সাগর-রুনির বাসায়, তার ল্যাপটপ থেকে যেন যেকোনো মূল্যেই এই ভিডিও উদ্ধার করা যায়।
ওইদিন রাতেই সাগর-রুনীর হ*ত্যা হয় এবং পরদিন রঞ্জু গ্রেফতার হয়।
মাহফুজুর রহমান তার প্রভাব খাটিয়ে রঞ্জুকে বের করে এবং সে বিদেশে পালিয়ে যায়।
এর পিছনে হাসিনার চরম স্বার্থ ছিলো।
এজন্যই তাদের এভাবে হ*ত্যা করা হয়।
©️Meh sanul mahim
সংগৃহীত
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



