
উপসাগরীয় তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, উপসাগরীয় দেশগুলো ইরানের তেল স্থাপনায় হামলা চালানো থেকে ইসরায়েলকে বিরত রাখতে ওয়াশিংটনের কাছে তদবির করছে। কারণ তারা উদ্বিগ্ন যে সংঘাত বাড়লে তাদের নিজস্ব তেল স্থাপনাগুলো তেহরানের প্রক্সিদের (মিত্র সংগঠন) তোপের মুখে পড়তে পারে।
ইরানে আক্রমণ চালাতে ইসরায়েলকে আকাশসীমা ব্যবহার করতে দেবে না বলে জানিয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারসহ উপসাগরীয় দেশগুলো। হামলা এড়ানোর চেষ্টার অংশ হিসেবে তারা এই অবস্থান নিয়েছে ।
দেশগুলোর সরকারি মহলের ঘনিষ্ঠ তিনটি সূত্র এ তথ্য জানিয়েছে।
গত সপ্তাহে ইরানকে তার ক্ষেপণাস্ত্র হামলার উপযুক্ত জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েল।
অন্যদিকে তেহরান বলেছে, যে কোনো প্রতিশোধমূলক পদক্ষেপের বিরুদ্ধে ব্যাপক ধ্বংসাত্মক জবাব দেওয়া হবে। এই ধরনের পাল্টাপাল্টি হুমকি এ অঞ্চলে একটি বড় যুদ্ধের আশঙ্কা বাড়াচ্ছে এবং এতে যুক্তরাষ্ট্রও জড়িয়ে পড়তে পারে।
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




