
অজ্ঞাত গন্তব্যের দিকে নিয়ে যাওয়া হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিমান, খুঁজে বের করল ইরান!
শুক্রবার ভোররাতে বিমান হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অজ্ঞাত স্থানে আত্মগোপন করেছেন।
তেহরানের বিরুদ্ধে হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অজ্ঞাত কোনো স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, সম্ভবত তাঁকে গ্রিসে নেওয়া হয়েছে।
এর আগে ইসরায়েলি সংবাদমাধ্যম নেতানিয়াহুর উড়োজাহাজের একটি ছবি প্রকাশ করে। ছবিতে অধিকৃত এলাকার বাইরে দুটি জঙ্গি বিমানের পাহারায় নেতানিয়াহুর উড়োজাহাজকে অজ্ঞাত গন্তব্যের দিকে চলে যেতে দেখা গেছে। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল১২ জানিয়েছে, বিমানটি গ্রিসের রাজধানী এথেন্সে অবতরণ করেছে।
আজ ভোররাতে ইসরায়েল তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে একের পর এক সামরিক হামলা চালায়। ইরনার প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে।
বিভিন্ন সূত্রের খবরে জানা যায়, ইরানের ভয়েই নেতানিয়াহুকে সরিয়ে নেওয়া হতে পারে। সম্ভবত গ্রীসে আছেন নিতানিয়াহু। ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা যায় নেতানিয়াহুর লোকেশন ট্রাক করতে পারে ইরান।
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০২৫ দুপুর ১:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



