
ড. ইউনূস দেখতে শান্ত স্বভাবের হলেও ৩০ সেনাকে আদালতে তোলার সাহস দেখিয়েছে
ড. ইউনূস সারকে আমরা এতদিন ভেবেছি তিনি হয়তো খুব সোজা-সিধে, শান্ত-শিষ্ট মানুষ।
কিন্তু দেখুন, তিনি কতটা ডিরেক্ট খেলছেন! আন্তর্জাতিক ট্রাইবুনালের মাধ্যমে তিনি ইতিমধ্যেই ৩০ জনকে এর মধ্যে নিয়ে এসেছেন, যার মধ্যে ১৪ জন বর্তমান কর্মরত সেনা অফিসার আর ১০ জন অবস‘রপ্রাপ্ত। তাদের ২১ অক্টোবরের মধ্যে ট্রাইবুনালে হাজির হতে বলা হয়েছে। আর সেই ১৪ জন কর্মরত সেনাদের ২১ তারিখের মধ্যেই চাকরি থেকে অব্যা‘হতি দিতে হবে।
বোঝেন, কত বড় একটা বোল্ড মুভ হচ্ছে!
সেনাবাহিনীর মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনা দরকার। তারা পলিটিক্সে কেন আসবে? তারা তো দেশের সুরক্ষা ও স্বাধীনতার জন্য দায়িত্তপ্রাপ্ত। গত ১৭ বছর ধরে যা কিছু হয়েছে, সব কিন্তু ওদের হাত দিয়েই হয়েছে। এদের বিচা‘র না হলে, এই পবিত্র সেনাবাহিনী ধ্বং স হয়ে যাবে, আর সেনাবাহিনী ধ্বং স মানে দেশ ধ্বং স।
স্যার, আপনি আগান, আমরা প্রবাসীরাও আপনার পেছনে আছি। ইনশাল্লাহ দেশে পরিবর্তন আসবেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


