আওয়ামী লিগ শ্যাষে ক্যান ইউনুস ডাগদরের উপরে ক্ষেপিলো?
বিশেষ ছিন্তায় পড়ি গেলাম। কেমনে কি?
সুদখোর ও ঘুষখোরদের মধ্যে তফাত নেই : শেখ হাসিনা
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, সুদখোর ও ঘুষখোরদের মধ্যে কোনো তফাত নেই। সুদখোরদের দিয়ে দেশের কোনো কল্যাণ হয় না। তারা দারিদ্র্য বিমোচনের নামে দারিদ্র্যকে লালন-পালন ও নার্সিং করে নিজেদের ভাগ্য গড়ে তোলেন। তাদের দিয়ে দারিদ্র্যমুক্ত দেশ গড়ে তোলা সম্ভ্ভব নয়। শনিবার সকালে তিনি ধানমন্ডির কার্যালয়ে বাঙালি সংস্কৃতি মঞ্চের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন। তিনি কারো নাম উল্লেখ না করে রাজনীতিবিদদের বিরুদ্ধে ঢালাও গালাগাল বন্ধের আহ্বান জানিয়ে বলেন, কেউ কেউ রাজনীতিবিদদের ঢালাওভাবে গালাগাল করে আবার রাজনীতিবিদ হতে চান। তিনি পশ্ন করেন, রাজনীতি এত খারাপ হলে আবার রাজনীতিবিদ হওয়ার খায়েশ জাগে কেন? দেশের জন্য রাজনীতিবিদরা কিছু করলে তাদের খাটো করা হয় কেন? যারা দেশ, জাতি ও সমাজের জন্য কিছু করে তাদের খাটো করে কেউ ওপরে উঠতে পারে না বলেও তিনি মনতব্য করেন। এ ধরনের মানুষের ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
শানতিতে নোবেল পুরস্কার বিজয়ী গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনুসের রাজনীতিবিদদের সমপর্কে কটূক্তি ও পরে রাজনীতিতে আসার সিদব্দানস্ন ঘোষণার পর শেখ হাসিনা এই প্রথমবারের মতো দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খোলামেলা বক্তব্য দিলেন।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




