



বর্তমান পরিস্থিতিতে ঘরাঘুরি বন্ধ হয়ে গেছে প্রায়। পুরনো সব সৃতি আবার রোমন্থন করতে মাঝে মাঝে বেশ ভালই লাগে। ইচ্ছা ছিল সাতটি বিভাগ নিয়ে সাতটি পোস্ট দিবো। কিন্তু ছবি বাছাই করতে গিয়ে এক বান্দরবান নিয়ে যা ছবি হল তা দিয়ে ১০ টি পোস্ট আরামসে দেয়া যায়। তাই কি আর করবো। বান্দরবানের অপার রুপ সুধার একটু ঝলক তুলে ধরার সামান্য প্রচেষ্টা মাত্র।
১। বান্দরবান শহরে ঢুকতেই আপনাকে অভিবাদন জানাবে মেঘলা পর্যটন কেন্দ্র।

২। নাফাখুম যাওয়ার পথে আপনার বেস ক্যাম্প হতে পারে রেমাক্ক্রির এই সুন্দর পারাটি।

৩। নীলগিরি !!! এখানে পাহাড় খেলা করে মেঘের সাথে। আপনার মন চাইবে একটু উড়তে।




৪,১। স্বর্ণ মন্দির। খবরদার কেউ স্বর্ণ চুরি করতে যাবেন না। হা, দেখতে যাবেন অবশ্যই।



৪। জুমের চালের ভাত। এর স্বাদ এক কথায় অসাধারন।

৫। জলপ্রপাতের নাম নাফাখুম !!! বুক ভরে নিঃশ্বাস নিন, এখানকার বাতাস বড়ই বিশুদ্ধ।


৬। ভয় আর কৌতূহল মিলিয়ে আমার দিকে তাকিয়ে।

৭। তৈরি হচ্ছে থাঞ্ছি ব্রিজ।

৮। কেওকাড়াডং এর চুড়ায় আমাদের বিজয় নিশান।

৯। বাংলাদেশের সর্বচ্চো চূড়া বিজয়ের আনন্দ একটু অন্যরকম তো হবেই।

১০। তিন্দুকে আমার অনেকটা স্বর্গই মনে হয়।




১১। ধ্যান মগ্ন ভণ্ড বাবা !!! তিন্দু ঝিরিতে।

১২। জীবনের বয়ে চলা সবার একই রকম। পথটা শুধু একটু বৈচিত্রময়।



১৩। কুমারী ঝর্ণা !!!

১৪। জীবন যেখানে যেমন...





১৫। এলাকার নাম বড় পাথর। আছে রাজা পাথর, মন্ত্রী পাথর, কলস পাথরও পেয়ে যাবেন এখানে।

১৬। বার্ডস আই তে রেমাক্ক্রি ঘাট।

১৭। চলছে জীবন তরী। বাঁধা তো আসবেই। থেমে থাকলে কি চলে ???



১৮। ঝর্ণার নাম লাং লুক ।

১৯। যাত্রা মোদের নাফাখুম পানে।


২০। আমরা এবার চলেছি বড় মদক পানে। ইন টু দা ওয়াইড !!!

২১। বড় মদক বি জি বি ক্যাম্প থেকে...


২২। পাহাড়ি খাবার। মারফা, মিষ্টি কুমড়া, শামুক !!!


২৩। বাংলাদেশের সবচেয়ে সুন্দর জলপ্রপাতের সন্ধানে। যাত্রা শুরুর আগে।

২৪। সুন্দরতম জলপ্রপাতের পথে। মনে করলে আজও গায়ে কাঁটা দিয়ে উঠে।





২৬। ফিরছি আমিয়াখুম হতে।

২৭। ফিরতি পথে আশ্রয় নিয়েছিলাম অতিরাং পাড়াতে...



২৮। দুজনে দুজনার !!!

২৮,১। জাদিপাই ঝর্ণা।

২৯। গোল পাথরের ঝিরি ।

৩০। পথ ভুল করে চলে এলাম এখানে... অতঃপর !!!

৩১। আমরা ফিরে চলেছি ইট পাথরের জঞ্জালে ভরা আমাদের প্রানের শহর ঢাকার পানে...

সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


