বাংলাদেশ দলে স্পিনারের ছড়াছড়ি। বাংলাদেশের উইকেটও নাকি স্পিনারদের স্বর্গ। অথচ বিশ্বকাপের উইকেটেই বল ঘুরছে না! হোম কন্ডিশন অপরিচিত ঠেকছে জেমি সিডন্সের কাছে।
তারেক মাহমুদকে দেওয়া সাক্ষাৎকারে সেই হতাশার কথাই বলেছেন বাংলাদেশ কোচ
দুই দিনের ছুটি পেলেন। খুব ভালো সময় কাটছে নিশ্চয়ই?
জেমি সিডন্স: হ্যাঁ, সময় ভালোই কাটছে। আমার পরিবার এখন ঢাকায়। সবার সঙ্গে আজ (গতকাল) বাসায় সময় কাটাচ্ছি। টিভিতে খেলা দেখি, সঙ্গে বাচ্চাদেরও দেখভাল করতে হয়। বাচ্চাদের খেলা দেখাতে নিয়ে যেতে পারলে আরও ভালো লাগত। কিন্তু অত ছোট বাচ্চা নিয়ে যেতে তো সমস্যা...।
ভারতের কাছে হারলেও আয়ারল্যান্ডকে হারিয়ে দল এখন বেশ চাঙা, কী বলেন?
সিডন্স: ভারতের বিপক্ষে না জিতলেও আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি।্রআয়ারল্যান্ডের সঙ্গে ভালো খেলার পাশাপাশি জয়ও পেলাম। অনেক পরিশ্রম করছে ছেলেরা; চেষ্টার ত্রুটি করছে না কেউ। সেদিক দিয়ে দলের জন্য একটা স্বস্তি এই জয়। আয়ারল্যান্ড গত দুটি বিশ্বকাপে (টি-টোয়েন্টি বিশ্বকাপসহ) আমাদের হারিয়েছে। এবার তাই আমরা ওদের হারাতেই চেয়েছিলাম। যেকোনো দলের বিপক্ষেই বিশ্বকাপে জয় পাওয়াটা অন্য রকম।
কিন্তু ২০৫ রান কি একটু কম ছিল না? ব্যাটিংটা মনে হয় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে।
সিডন্স: আমি তা বলব না। আগের ম্যাচে ভারতের বিপক্ষে কিন্তু আমরা ২৮৩ রান করেছি। তবে আয়ারল্যান্ড ম্যাচে আমাদের রান কম হয়ে গেছে। দুজন ব্যাটসম্যান রানআউট হলো, একজন স্টাম্পড। প্রথম ছয় ব্যাটসম্যানের তিনজনেরই এভাবে আউট হওয়া যেকোনো দলের জন্যই বিলাসিতা। আশা করব, এ রকম আর হবে না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটই হবে।
আয়ারল্যান্ড ম্যাচে দলের বোলারদের পারফরম্যান্স কীভাবে দেখছেন? বিশেষ করে শফিউলের বোলিং...
সিডন্স: ২০৫ রান করে প্রতিপক্ষকে ১৮০ রানের মধ্যে বেঁধে ফেলাটা অসাধারণ।্রপরের বলটা খুব ভালোভাবে কাজে লাগাতে পেরেছে শফিউল। খুব ভালো সুইং করিয়েছে; প্র্যাকটিসে এটা নিয়েই বেশি কাজ করেছে সে। আমি শফিউলের ওপর খুবই সন্তুষ্ট। বোলিংয়ে দিনে দিনে সে অনেক উন্নতি করছে।
পরের ম্যাচ তো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এ ম্যাচে ভালো করার ব্যাপারে কতটা আশাবাদী আপনি?
সিডন্স: আমি তো খুবই আত্মবিশ্বাসী। তবে দুর্ভাগ্যজনক হলেও সত্যি, যে রকম আশা করেছিলাম, উইকেটে সে রকম স্পিন ধরছে না। জানি না কেন স্পিন হচ্ছে না। তবে এটা ঠিক, মিরপুরের উইকেট কখনোই পুরোপুরি স্পিনারদের ছিল না। উইকেট বরং একটু মন্থর। যা-ই হোক, ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে আমাদের লক্ষ্য থাকবে শুরুতেই দু-একটা উইকেট তুলে নেওয়া। বিশেষ করে, গেইল ও ড্যারেন ব্রাভোকে। এই দুজনই তাদের মূল খেলোয়াড়। এ ছাড়া মিডল-অর্ডারে চন্দরপল, সারওয়ানও খুব ধারাবাহিক। তার পরও গত দুই ম্যাচে আমাদের বোলিং-ব্যাটিং যা হয়েছে, আমার বিশ্বাস, পরের ম্যাচটা খারাপ হবে না।
এই উইকেটে তাহলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও পরীক্ষায় পড়তে হবে স্পিনারদের?
সিডন্স: উইকেট যেহেতু অতটা টার্নিং নয়, শুধু স্পিনের ওপর ভরসা করতে পারছি না। আমরা ভালো বল করলেও আয়ারল্যান্ড ব্যাটসম্যানরা কিন্তু কিছু বাজে শট খেলে আউট হয়েছে। কাজেই পেস ও স্পিন মিলিয়েই বোলিং আক্রমণ সাজাতে হবে। পেসে শফিউল-রুবেল আছে। স্পিনারদের মধ্যে আগের ম্যাচে যারা ছিল, আশা করি, তারাই যথেষ্ট হবে এ ম্যাচেও।
তার মানে বোলিং কম্বিনেশন আগের ম্যাচের মতোই থাকার সম্ভাবনা...
সিডন্স: পরিবর্তনের কোনো সুযোগ নেই। উইকেটে স্পিন ধরছে না...বাড়তি একজন স্পিনার নিয়ে খেলে তো লাভ নেই। এক পেসার নিয়ে খেলা উচিতও হবে না। রুবেল প্রথম ম্যাচে ভালো বল করেছে, শফিউল দ্বিতীয় ম্যাচে। ওদের কাছে এর বেশি চাওয়ার নেই। আমি তো ভয়ে ছিলাম, শফিউল না আবার ইনজুরিতে পড়ে! ম্যাচের এক দিন আগেই সে কাঁধে চোট পেয়েছিল।
ব্যাট হাতে আশরাফুল আবারও ব্যর্থ, তবে বল হাতে সফল। কীভাবে দেখছেন তাঁর পারফরম্যান্স?
সিডন্স: আমি মনে করি, ব্যাটিং-অর্ডারের সাত নম্বরে এখনো আশরাফুলের ভালো সম্ভাবনা আছে। পরের ম্যাচে ভালো খেলে সে যদি আত্মবিশ্বাস সঞ্চয় করতে পারে, আগের ম্যাচের মতো ভালো বল করে উইকেট পায়...আমি তার কাছে এখন এটাই চাই। দল নির্বাচনী সভা এখনো হয়নি, তার পরও আশা করছি আশরাফুল পরের ম্যাচটা খেলবে। দুটি উইকেট নিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে একটা পর্যায়ে সে-ই আমাদের ম্যাচে ফেরায়। তার মূল দায়িত্ব ব্যাটিং হলেও আমরা তাকে সাত নম্বর ব্যাটসম্যান এবং পার্টটাইম স্পিনার হিসেবে দলে নিয়েছিলাম। স্পিনার হিসেবে সে তার কাজ করেছে। আর ব্যাটিংয়ের প্রসঙ্গে বলব, উইকেটে এসে শুরুতেই যে কেউ ওভাবে আউট হতে পারে। এটা কোনো সমস্যা না। তা ছাড়া আশরাফুল তো ওই ম্যাচে পাওয়ার প্লেতেও ব্যাটিংয়ের সুযোগ পায়নি।
ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ডোয়াইন ব্রাভো ছিটকে গেছেন। তাকে ছাড়া কেমন প্রতিপক্ষ হবে ওয়েস্ট ইন্ডিজ?
সিডন্স: শুধু ব্রাভো নয়, ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের তিনজন খেলোয়াড় বিশ্বকাপ থেকে সরে গেছে। তাদের জন্য পরিস্থিতিটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবে ওদের ম্যাচ উইনার অনেক, যে রকম আমাদেরও কয়েকজন আছে। আশা করি, আমাদের ম্যাচ উইনাররা তাদের ম্যাচ উইনারদের উড়িয়ে দেবে, আমরা ম্যাচ জিতব। তবে সবার আগে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। ওয়েস্ট ইন্ডিজ পূর্ণশক্তির দল; তাদের বিপক্ষে খেলাটা সব সময়ই চ্যালেঞ্জ। র্যাঙ্কিং, কোয়ার্টার ফাইনাল—সবকিছু বিবেচনা করেই এটা আমাদের জন্য বড় ম্যাচ।
বাংলাদেশের দর্শকদের কথা বলুন। বিশ্বকাপ নিয়ে এমন উন্মাদনা নিশ্চয়ই আপনার কাছেও নতুন...
সিডন্স: আয়ারল্যান্ডের বিপক্ষে জেতার পর ছেলেরা, আমি—সবাই খুব আনন্দ করেছি। খুশিটা দর্শকদের মধ্যেও ছড়িয়ে পড়তে দেখে অসম্ভব ভালো লেগেছে। আমাদের টার্গেট কোয়ার্টার ফাইনাল; আয়ারল্যান্ডকে হারানোয় এখন সে আশাও করতে পারছি। আমার বিশ্বাস, সমর্থকেরা ওয়েস্ট ইন্ডিজকেও একইভাবে চাপে ফেলে দেবে। দেখার অপেক্ষায় আছি বাংলাদেশ জিতলে সেদিন কেমন উৎসব হয়।
প্রথম আলো..........
আলোচিত ব্লগ
বন্ডাইর মত হত্যাকাণ্ড বন্ধে নেতানিয়াহুদের থামানো জরুরি...
বন্ডাইর মত হত্যাকাণ্ড বন্ধে নেতানিয়াহুদের থামানো জরুরি...

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সৈকত এলাকায় ইহুদিদের একটি ধর্মীয় অনুষ্ঠানে সমবেত মানুষের ওপর দুই অস্ত্রধারী সন্ত্রাসী অতর্কিতে গুলি চালিয়েছে। এতে... ...বাকিটুকু পড়ুন
আল্লাহ সর্বত্র বিরাজমাণ নন বলা কুফুরী

সূরাঃ ২ বাকারা, ২৫৫ নং আয়াতের অনুবাদ-
২৫৫। আল্লাহ, তিনি ব্যতীত কোন ইলাহ নেই।তিনি চিরঞ্জীব চির বিদ্যমাণ।তাঁকে তন্দ্রা অথবা নিদ্রা স্পর্শ করে না।আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সমস্তই... ...বাকিটুকু পড়ুন
বিজয়ের আগে রাজাকারের গুলিতে নিহত আফজাল

ঘটনা স্থল গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার উড়িয়া ইউনিয়নের গুণভরি ওয়াপদা বাঁধ।
১৯৭১সালের ১৬ই ডিসেম্বরের কয়েক দিন আগের ঘটনা। আফজাল নামের ভদ্রলোক এসেছিলেন শ্বশুর বাড়ি বেড়াতে। আমাদের পাশের গ্রামেই তার... ...বাকিটুকু পড়ুন
৫৫ বছর আগে কি ঘটেছে, উহা কি ইডিয়টদের মনে থাকে?

ব্লগের অনেক প্রশ্নফাঁস ( Gen-F ) ১ দিন আগে পড়া নিউটনের ২য় সুত্রের প্রমাণ মনে করতে পারে না বলেই ফাঁসকরা প্রশ্নপত্র কিনে, বইয়ের পাতা কেটে পরীক্ষার হলে নিয়ে... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ সালে পাক ভারত যুদ্ধে ভারত বিজয়ী!

দীর্ঘ ২৫ বছরের নানা লাঞ্ছনা গঞ্জনা বঞ্চনা সহ্য করে যখন পাকিস্তানের বিরুদ্ধে বীর বাঙালী অস্ত্র হাতে তুলে নিয়ে বীরবিক্রমে যুদ্ধ করে দেশ প্রায় স্বাধীন করে ফেলবে এমন সময় বাংলাদেশী ভারতীয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।