তবুও ভালবাসি
শাহেদুজ্জামান লিংকন
বৈঠক করে যে ভালবাসার সমাপ্তি হল
মনের বিরুদ্ধে এঁকে দেয়া হল ক্রস চিহ্ন,
তা কেবলি মৌখিক ।
এই ক্রস চিহ্নের চারটি বিপ্রতীপ কোণে
উঁকি দেয় দুই জোড়া উন্মীলিত চোখ ।
তবুও ভালবাসি তোমায় ।
বংশের ইজ্জত রক্ষার্থে বউ হতে হবে
ডাক্তার । বাবার অগ্নিঝরা চোখ,
মায়ের কাউন্সেলিং, প্রতিবেশির ভর্ৎসনা ।
তবুও ভালবাসি তোমায় ।
বন্ধুরা কাধে হাত রেখে বলে,
অনেক সুন্দরী মেয়ে পাবি তুই ।
ওরা রুপের ফ্রেমে বন্দী করে ভালবাসাকে ।
আমি জানি এ কেবলি বন্ধুর কর্তব্য পালন ।
আমিও কত সদ্যজাত রোমিওকে
দিয়েছি এ সান্ত্বনার বুলি ।
আমার চিরকাল খোকা ভাবা মা-বাবা,
প্রতিবেশির সন্দেহের চোখ, বন্ধুদের
ব্রহ্মাচর্যার প্রশ্ন এড়াতে হলে
হয়ত নিতে হবে চাপিয়ে দেয়া ভার ।
সংশয় নেই, তবুও পুরনো পথের
বাঁকেই হবে এ পথিকের সংসার ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




