
অতীতের সব গ্লানি, মিথ্যে, হিংসের কালোথাবা
চলো ছুঁড়ে ফেলি ডাস্টবিনে,
ভুল নিয়ে না বসে- চলো সত্যকে করি আলিঙ্গন
মিছে মিছে সব বাহাদুরী ছুঁড়ে ফেলি নর্দমায়।
নতুন করে নতুন কুঁড়িতে,
চলো সাজাই, আপন মনে- জন্মভূমিকে।
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


