
প্রতি বছর এ সময় এলেই খুলনা ও সাতক্ষীরার দক্ষিনাঞ্চল সংবাদের শিরোনামে আসে 'আবারও ঝুঁকিতে দেশের দক্ষিনাঞ্চল!' 'বাঁধ ভেঙ্গে এবারও প্লাবিত কয়রা!' ইদানিং মনে হয় সাংবাদিকদের আর কষ্ট করে খুব বেশি টাইপ করতে হয় না শুধু গত বছরের সংবাদের ঝড়ের নাম, আর টুকটাক একটু ইডিট করলেই চলে!
ঝড় শেষ, বাঁধ ভেঙ্গেছে, ভিক্ষার চিঁড়া মুড়ি নিয়ে ছুটে গেছে প্রশাসন! আহ কি বা* ফেলানো দরদ, বারবার বলা হচ্ছে স্থায়ীভাবে মজবুত বাঁধ না হলে একদিন লোনা জলের গভীরে হারিয়ে যাবে এ অঞ্চল তবুও তাদের কোন ভ্রক্ষেপ নেই! সময়ে কাজ সময়ে না করে অসময়ে কোনভাবে পানি আটকিয়ে চেহারার বিশাল একখান ছবি তুলে বরাদ্ধের অধিকাংশ অর্থ লুটে দিব্যি তারা চলছেন অথচ প্রতি বছর শত শত কোটি টাকা ভেসে যাচ্ছে জলে, পথে বসছে উদ্যমী যুবক আর এ অঞ্চলের হাজারো পরিবার।
আমরা প্রতিবছর এভাবে ভিক্ষা চাই না, বাঁধ চাই, বাঁচার অধিকার চাই।
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০২১ সকাল ৭:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




