ছবি- নেট
সেন্টমার্টিন নিয়ে সরকার দারুণ একটি উদ্যোগ নিতে যাচ্ছে নিচের লিংকে পড়তে পারেন।
পর্যটক নিয়ন্ত্রণে কমিটি, সেন্ট মার্টিনে যেতে নিবন্ধনসহ যা করতে হবে পর্যটকদের
এই পদক্ষেপ যে এই সরকার নিয়েছে এমন না, এরকম প্রস্তাব ছিল লীগ সরকারের আমলে কিন্তু দলীয় ক্ষমতার এজেন্ডা বাস্তবায়ণ করতে গিয়ে এ দিকে নজর দিতে পারিনি তারা, সেই সময় ভ্রমণ প্রিয় সবাই সরকারকে ধন্যবাদ দিয়েছিল,উৎসাহ দিয়েছিল কিন্তু বাস্তবায়ন হয়নি।
তখন লিখেছিলাম এই সব নিয়ে
সেন্টমার্টিন নিয়ে সরকারের পরিকল্পনা যেন সঠিক হয়, এই প্রার্থনা।
সেন্টমার্টিন কে বাঁচাতে হলে আবেগ নয়, বিবেক আর দেশপ্রেম দিয়ে ভাবতে হবে। শুধু সরকার বিরোধীতা করার জন্য এই প্রকল্পের বিরোধী করা উচিত হবে না। আমাদের এক অপূর্ব সেীন্দর্য্যময় জায়গা সেন্ট-মার্টিন এটাকে আমাদের বাঁচাতে হবেই।
আমি দুইবার গিয়েছি ২০১৪ আর ২০২০ সালে, কি পরিমাণ ক্ষতি হয়েছে তা ৬ বছরের পার্থক্য করে আমি বুঝেছি। একটা উদাহরণ দিই, ২০১৪ সালে সমুদ্র বিলাসের সামনে কোন দোকান পাট কিছুই ছিল না, একদম ফাঁকা, হুমায়ুণ আহমেদের বাড়িটি সবার আর্কষণীয় ছিল। আর ২০২০ সালে গিয়ে দেখি পুরো জায়গা দোকানে ভরপুর!!
আসুন আওয়াজ তুলি, একটি সুন্দর দ্বীপের মৃত্য থেকে রক্ষা করি।
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৬