প্রথম আলো।
আপনি যখন কোন সিধান্ত নেন তখন কোন কোন বিষয় আপনি বিবেচনায় রাখেন? আমার ধারণা আপনি প্রথম যে বিষয়টি দেখেন তা হলো- সেই বিষয়টি আপনার সাধ্য বা নিয়ন্ত্রণ রাখার সহজতর কিনা তারপর হয়েতো খেয়াল রাখেন পরিবারে উপর কতটুকু প্রভাব পড়বে।
আপনি যদি রাগন্বিত হয়ে সিধান্ত না নেন, আপনি যদি কারোর কথায় প্রভাবিত হয়ে সিধান্ত না নেন, আপনি যদি অবৈধ কোন সুবিধার কথা চিন্তা করে সিধান্ত না নেন তাহলে উপরের বিষয়টি স্বাভাবিকভাবে আপনার চিন্তার জগতে চলে আসবে যখন কোন সিধান্ত নেওয়ার প্রয়োজন।
এখন দেশ নিয়ে একটু আলোচনা করি উপরের বিষয়টিগুলো মিলিয়ে-
ধরুন, আপনার সম্মুখে বেছে নেওয়ার জন্য এভাবে দুইটি অপশন দেওয়া হলো, এক, চোর দুই, ডাকাত। এখন এক লাখ টাকা সাথে নিয়ে এদের একজনকে নিয়ে আপনাকে এক রাত ভ্রমণ করতে হবে। আপনি কাকে নিয়ে ভ্রমণ করবেন? স্বজ্ঞানে কেউ ডাকাত পছন্দ করবে না, চোর কে সবাই বেছে নিবে কারণ ডাকাতের সাথে ভ্রমণ করলে মৃত্য ঝুকি প্রায় শত ভাগ আর চোর কে নিলে বড় জোর টাকাটা হারাতে হতে পারে আর যদি বুদ্ধি, শক্তি থাকে তাহলে টাকা হারেনোর সম্ভবনাও নেই।
আমাদের দেশে দুইটি বৃত্ততম দল হলো বিএনপি ও লীগ। দু'দলই দেশ শাসন করার সুযোগ পেয়েছে লম্বা সময়ে যদি তাদের সময়গুলো একটা ছোট্ট পরিসরে এনে বিচার করা যায় তাহলে বলতে হবে বিএনপি হলো চোর আর লীগ হলো ডাকাত।
আপনি চোর কে চড় দিতে পারবেন, থাপ্পড় দিতে পারবেন প্রয়োজনে কান ধরে উঠবস করাতে পারবেন, আপনি চেষ্টা করলে চোর একদিন ভাল হয়ে যাবে আশা করা যায় কিন্তু ডাকাতকে কিছু বললেই সে আপনাকে হত্যা করবে।
বিএনপি এখনো এত জনপ্রিয়তার অন্যতম কারণ এই দলটি কখনো ডাকাত হয়ে উঠেনি, উঠার সুযোগও কখনো পাবে না কারণ বিএনপির ভিতরে একটি অদৃশ্য শক্তি আছে যা তাকে ডাকাত হতে দিবে না।
মানুষ সিধান্ত নেওয়ার ক্ষেত্রে সব সময় ভাল দিক খুঁজে নেয় কিন্তু প্রভাবিত মানুষরা সব সময় শুধু ভুল সিধান্ত নেয়।
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৫১