পর্ব-৪
বেড়াই বাংলাদেশ (Click This Link) গ্রুপের পক্ষ থেকে শুরু হলো শুরু হল সপ্তাহব্যপী ভ্রমন বিষয়ক কুইজ প্রতিযোগিতা। এতে প্রতিদিন দুটি করে কুইজ দেয়া হবে। সঠিক উত্তরদাতাদের মধ্যে লটারী করে প্রতিদিন একটি করে ভ্রমন বিষয়ক বই পুরষ্কার দেয়া হবে। ফলাফল প্রকাশ করা হবে বেড়াই বাংলাদেশ গ্রুপের ওয়াল এ।
নিয়মাবলী :
১. প্রতিদিন বিকাল ৪ টার মধ্যে কুইজ দেয়া হবে। উত্তর দেয়া যাবে পরদিন বিকেল ৪ টা পর্যন্ত। সেদিন ৫ টার সময় ফলাফল ঘোষনা করা হবে।
২. উত্তর অবশ্যই ফেসবুক মেসেজ এ (Click This Link) দিতে হবে। ওয়াল এ দিলে গ্রহণ করা হবেনা।
৪র্থ দিনের প্রশ্ন (সেপ্টেম্বর ০৯, ২০১২)
ক. বাংলাদেশে প্রবাহিত নদীগুলোর মাঝে একটি মাত্র নদীর জন্ম এবং শেষ হওয়া বাংলাদেশে।
বলতে হবে নদীটির নাম কি।
খ. বিপ্লবী চে গুয়েভারা ১৯৫২ সালে একটি মোটরসাইকেল নিয়ে তার এক বন্ধুর সাথে বেড়িয়ে পরেন পথে। সেসময় তিনি ১২,০০০ হাজার পথ ভ্রমণ করেন ল্যাটিন আমেরিকার দেশগুলোতে। লাভ করেন বিচিত্র সব অভিজ্ঞতা। এ ভ্রমণ থেকে ফিরে তিনি লিখেন তার বিখ্যাত বই : মোটর সাইকেল ডায়েরী
বলতে হবে তার সাথে থাকা বন্ধুটির নাম কি ?
উত্তর দেবার শেষ সময় : সেপ্টেম্বর ১০,২০১২ (সোমবার) , বিকাল ৪ টা
আজকের পুরষ্কার : হাজার দ্ব্বীপের দেশে- আখতার বানু

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




