কেমিকৌশলে পড়ালেখা খুবই আনন্দের।
পড়ার আগে কিছু তথ্য নাও বিভাগের।
পাবে তোমরা ছাত্র শিক্ষক মধুর সম্পর্ক।
শিক্ষকেরা খুবই উদার নাই যে বিতর্ক।
কেমিকৌশলে্র কোর্স ছাড়াই প্রথম সেমিস্টার।
ম্যাথ, কেমিস্ট্রি করেই পেয়ে যাবে পার।
বিভাগের প্রথম কোর্স পাবে দ্বিতীয় সেমিস্টারে।
ভাল করে পড়ে তোমরা ব্যাসিক নাও গড়ে।
৩-১ পর্য্ন্ত এই কোর্সটি পড়বে একটানা।
এরই মাঝে কেমিকৌশলে্র অনেক কিছুই হবে জানা।
‘মেট্রিয়াল এবং এনার্জি ব্যালেঞ্চ’ এই কোর্সের নাম।
প্রব্লেম সল্ভ করতে গিয়ে ঝরবে গায়ের ঘাম।
ইনপুট/আউটপুট স্ট্রীম যারা বুঝবে ভাল করে।
সল্ভ করবে প্রব্লেম তারা অল্প সময়ের তরে।
‘থার্মোডাইনামিক্স’, ‘ফ্লুইড মেকানিক্স’ পাবে দ্বিতীয় বছরে।
কিছু নতুন নতুন সুত্র তোমাদের রাখতে হবে মনে করে।
লে-৩ তে এসেই পড়বে ফাঁদে ‘মাস ট্রান্সফারের’।
আজব সব ডায়াগ্রাম আঁকতে হবে তোমাদের।
দৈনন্দিন জীবনের কিছু বিষয় শিখবে এখানে।
চা ব্যাগ থেকে চা পানিতে যায় মাস ট্রান্সফারের কারনে।
‘হিট ট্রান্সফার’ খুবই সহজ হইও না অ্যাফ্রেড।
একটু পড়লেই এই কোর্সে পাবে ভাল গ্রেড।
‘ইউনিট অপারেশন’ কোর্সটি হয়ত একটু কঠিন।
বস্তনিষ্ট জিনিস পড়তে পড়তে জীবন হবে মলিন।
লে-৪ এ এসে কোর্স করবে “অ্যায এ ইঙ্গিনিয়ার”।
প্রসেস ‘কন্ট্রোল’ আর ‘ডিজাইনের’ চাপে দেখবে অন্ধকার।
‘ট্রান্সপোর্ট ফেনোমেনা’র চিন্তা দিবে বাড়তি প্রেসার।
‘রিয়্যাকশন’ এবং ‘ন্যাচারাল গ্যাস’ ইঙ্গিনিয়ারিং একমাত্র ভরসার।
‘ইঙ্গিঃ ইকোনমিক্স অ্যান্ড ম্যানেজমেন্ট’ আর ‘করোশন ইঞ্জিঃ’ পড়ে।
প্রফেশনাল ইঞ্জিনিয়ার হিসেবে জীবনটা নাও গড়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




