পড়ালেখা বস্তুটি বড়ই কঠিন।
জীবনের সকল আনন্দ করে দেয় মলিণ।
সোজা পথটাও হয়ে যায় বাঁকা।
সুখের সব স্বপ্ন পড়ে যায় ঢাকা।
সকল আশা হয় যে বিসর্জন।
পরীক্ষা সাপ হয়ে করে দংশন।
হোম-ওয়ার্ক, ক্লাশ-টেস্ট আর কুয়িজের যন্ত্রনা।
জীবনটা হয় বিষাদময় বাড়ায় যাতনা।
ল্যাব রিপোর্ট দিতে হয় জমা।
সময়মত না পেলে নাই কোন ক্ষমা।
টার্ম ফাইনাল আর রিসার্সের চিন্তায়।
সুন্দর এই জীবনটাকে ফেলে শুধু ভাবনায়।
মাঝে মাঝে বসের ঝাড়ি হয়ত হবে খেতে।
কাজ করে খুশি যদি না পারি করতে।
রিসার্সের যন্ত্রনা পথে আনবে কাঁদা।
মাঝে মাঝে দুচোখে দেখবে হয়ত ধাঁধা।
মরীচিকার উপরে ভাসবে এই জীবন।
গোলকধাঁধার মাঝে থাকবে সারাক্ষণ।
মাথায় করবে সুত্র আর তত্ত্বে্র খেলা।
প্রস্তুতি নিতে নিতেই কেটে যায় বেলা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




