মা, তোমার আঙ্গিনায়
কাটিয়েছি অনেকগুলি বছর।
আজ অনেক দূরে
তাই মনে পড়ে গুনছি প্রহর।
তোমা থেকে দূরে থাকা
যে এতোটা বেদনার।
বুঝিনি কখনো
দরকার হয়নি ভাববার।
ছায়ার মতো তুমি সর্বদায়
থাকতে পাশে দাঁড়িয়ে।
ভুল-ত্রুটি ছিল মার্জনীয়
দিতে দুহাত বাড়িয়ে।
তোমাকে রেখেছে অবহেলায়
করছে না তোমার সংস্কার।
তবুও কি পেরেছে পিছে ফেলতে?
তুমি আপন মহিমায় উদার।
ওরা নয়তো তোমার মতো মহান
দিচ্ছে না তোমার দাম।
তোমার সন্তানেরা সর্বত্রই
ছড়াচ্ছে তোমার নাম।
তুমি কম কিসে?
তোমার আছে নিজস্ব গ্রন্থাগার
সর্বদা থাকে মুখরিত, প্রাণবন্ত
আছে অনেক বইয়ের সমাহার।
দেখ তোমার মানুষগুলো
তোমার মতই উদার, কতটা মহান
সদা রেখেছে সচেষ্ট
ছড়াতে তোমার সুনাম।
গর্ব করার মতো আজ
তোমার অনেক কিছুই আছে
তোমার জন্ম থেকেই দু-একটি মানুষ
আজো দাঁড়িয়ে তোমার পাশে।
এছাড়াও তোমার পক্ষ থেকে পালিত হচ্ছে
কেমিক্যাল ডে, নবীনবরণ।
বিদায়, পিকনিক, অ্যালামনি অনুষ্ঠান,
গ্রাজুয়েশন ডে আর বর্ষবরণ।
থাকবে তুমি মাথা উচুঁ করে
দাড়িয়ে এই বুয়েট প্রাঙ্গণে।
ভয় নাই, তোমার সন্তানেরা সর্বদায়
রাখবে তোমায় মনে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




