৪১ বছর আগে ফাকিস্তান আমগোরে কোপাইল, রক্তাক্ত করলো, খুন ধর্ষণ কি করে নাই, সম্পদ লুটের কথা তো বাদ ই দিলাম!!! যাওয়ার আগে আমাদের বুদ্ধিজীবী গুলারেও শেষ কইরা দিছে, মেরুদণ্ড এমন ভাঙ্গা ভাঙছে যে আইজ ৪১ বছর পরেও সোজা হইয়া দাঁড়াইতে পারলাম না। এখানেও শেষ না, ওদের ফালাইয়া যাওয়া বীর্যে যে দেশটা চটচটে হইয়া আছে, ওইসব অবাঙ্গালী গুলারে ফেরতও নেয়না আবার দালালগুলাতো আছেই!! আজ ৪১ বছর পর আমাদের পররাষ্ট্রমন্ত্রী দিপু মনি তাদের কাছে ক্ষমা চাওয়ার আবেদন জানাইছে!! হাসবো না কাঁদবো সেই বোধ টাও হারাইয়া ফেলছি!! ভাবখানা এমন যে, দেখেন আপনারা যা ক্ষতি করার করছেন প্লিজ এখন ক্ষমা চান। ক্ষমা করার জন্য তো আমরা মুখিয়ে আছি!! প্লিজ একটা বার ক্ষমা চান আপনারা।
প্রিয় দেশবাসী আসেন আমরা সবাই মিলে হিনার পায়ে ঝাপাই পরি, কান্নাকাটি করি, আমরা সবাই মিলে আর্জি জানাই যেন উনারা আমাদের কাছে ক্ষমা চান!!! হায়রে এসব ধড়ের উপর নারিকেলের খোল বসানো মানুষেরা আর কতো দেশ চালাবে?? জনাবা হিনা ভালই জবাব দিছে, উনি অতীত ভুলে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন!! তাদের ক্ষমা করার গরজটা আমাদেরই যে একটু বেশি!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


