
কিছু অন্যায় ‘আমি মানুষ’ এই অনুভবকে ধিক্কার দেয় প্রতিনিয়ত-
কিছু অশ্রুপাত বুকচেরা লাল রক্তের মত মনে হয়-
কিছু ধ্বংসস্তূপ, কৃতঘ্নতা আমাকে ঘৃনাতুর করে তোলে
কিছু উৎসব প্রেতাত্মার সৎকার প্রথার মত লাগে-
কারো কারো জিঘাংসা পরম পুন্যময়-
আত্মঘাতী আত্মসম্মানবোধ বীরোচিত মনে হয়-
কোন কোন মানবাধিকার নৃশংস কৌতুক
আর তাদের শ্লোগান যেন পাপিষ্ঠার শীৎকার-
ভীষণ বাস্তববাদী হয়েও তাই
কখনো কখনো আমি এক দুর্দান্ত মিরাকল এর প্রার্থনা করি
কুৎসিততম শাপ শাপান্তে দীর্ঘতম শাস্তি দিতে চাই-
কিছু শকুন যারা পায়রা হওয়ার ভান করে
কিছু শয়তান যারা দেবদূত সেজে হামেশা খুনীদের পক্ষে আহাজারি করে-
যে পৃথিবীতে বহুকাল আগের শৃংখলিত কৃতদাসের মত
নতজানু হয়ে লজ্জাহীন
জয়গানে ব্যস্ত থাকতে হয় নরকের নৃপতিদের-
এতটুকু ন্যায়ের আশায় তাকিয়ে থাকি রঙ্গমঞ্চের সঙবৃন্দ
কিংবা অদেখা পরকালের দিকে,
সেই পৃথিবীতে
মৃত্যু যেন জীবনের চেয়েও প্রিয় -
একবিংশ শতাব্দীর মনুষ্য সভ্যতার নপুংশক দর্শক নয়-
বর্বর প্রস্তর যুগের ‘অমানুষ’রাই শ্রেয়তর ছিল-
সেই পরম সত্যবোধ দিন দিন গভীর থেকে গভীরতর হয়।
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৪ রাত ৯:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




