
নভেম্বর এলেই জাকারান্দার বেগুনী
ঢেকে ফেলে সিডনি মহানগরীর আকাশ নীল
শেষ শীতাংশটুকুর অতৃপ্তির নিঃশ্বাস
উপকূলীয় বসন্ত আমলে নেয় না
এতটুকু-
তার মত আমিও আজকাল
ভীষণ পক্ষপাতদুষ্ট
আসন্ন সাগরিকা গ্রীষ্মের কথা ভেবে ভেবে-
যদিও গ্রীষ্ম এলেই মানুষ বদলায় না
আমি তুমি তাহারা
‘আমরা’ হয়ে যাই না-
আমরা বিহীন উড়ন্ত সুরাত্রির ধরাধামে
বয়ান হয় না
নতুন কোনো নক্ষত্র চয়িত
মহাজাগতিক স্বপ্নমালা-
যুদ্ধ ক্লিষ্ট অথৈ নিরানন্দের ক্রমাগত প্রহসনে
আসে না সহসা কোনো মানবিক শান্তির
সমর্পিত সন্তাপ-
তবুও গ্রীষ্মের কথা ভাবতে ভালো লাগে-
এইসব প্রবল অপ্রেম- পৃথিবীময়-
পুড়ে পুড়ে অস্পৃশ্য হবে
গ্রীষ্মের নিদারুণ দহনে-
যেন এরকম একটা কিছু প্রিয় প্রার্থনা
শীতরিক্ত এই হৃদয়
আলো করে রাখে
নভেম্বরের জাকারান্দার মতো...
মূল ছবিসূত্রঃ ইন্টারনেট
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১৯ ভোর ৫:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




