মেহজাবীন- দ্বিতীয় পত্র
.................................
মেহজাবীন এখন আর আমাকে ভালোবাসে না।
থিসিস পেপারের ড্রাফট লিখতে গিয়ে
বারবার আমার শুধু সে কথাই মনে হয়;
কিভাবে হবে সে শোকক্ষয়?
ভাবছি
তার উপায়-
ভাবছি
মেহজাবীন কোন দুর্লভ রমনী তো নয়!
বরং সে লাগাতার ‘জ্বালাও-পোড়াও’ রাজনীতির মত
বিরামহীন অন্তরস্থ সহিংসতা-
হয়তো সে মাদার তেরেসার দাক্ষিণ্যের মতন
অতি সুলভ
চাইলেই অনেককেই ধরা দেয়
শুধু কোন বিশেষ একজনের নয়;
তার বন্ধুত্ব পশ্চিমা উপনিবেশবাদের মত
সুযোগ সন্ধানী-
অথবা সে হয়তো অসহায় জাতিসংঘ;
সব যুদ্ধ অনৈতিক জেনেও
যে
শান্তি স্থাপনকারী হতে পারে না...
মেহজাবীন একটানা অসমাপ্য সহিংসতা!
মেহজাবীন কপটচারী নিওকলোনিয়ালিজম!
মেহজাবীন অনুপায় জাতিসংঘ!
ভাবছি......
নাহ!
ভাবছি......
নাহ!
সব আড়াল করে
যা দাঁড়ায় উপসংহার-
‘মেহজাবীন’ এক নাছোড় প্রেমিকের
হার না মানা আন্দোলন
একান্ত দাবিদাওয়ার অহিংস ইস্তেহার।
....................................
২৯/০৮/২০১৬
সিডনী
ছবিসূত্রঃ ইন্টারনেট

সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




