
হযরত ঈসা (আ) বা যিশু খ্রিস্টের ১২-জন সাহাবী'র মাঝে একজন ছিলেন থোমাস। ভারতের মালাবার উপকূল জুরে তাঁর বানানো সাড়ে ৭টি চার্চের মাঝে সবচেয়ে পুরনো হচ্ছে কোট্টাক্কু চার্চ। ইতিহাসে আছে- থোমাস খ্রিস্টাব্দ ৫২ সালে কেরালার ত্রিশুর জেলার কোডুঙ্গাল্লুর শহরে পৌঁছান। এরপরে তিনি এলাকা জুড়ে এজারপল্লিকাল বা সাড়ে ৭টি চার্চ বানিয়ে হযরত ঈসা (আ)-এর বাণী প্রচার করতে থাকেন।
বলা হয়ে থাকে, হযরত থোমাসকে ৩ জুলাই ৭২ খ্রিস্টাব্দে চেন্নাইয়ের সেন্ট থমাস মাউন্টে হত্যা করা হয়েছিল এবং তার লাশ ময়লাপুরে দাফন করা হয়। ঐতিহাসিক হান্টার তাঁর The Indian empire : its peoples, history, and products বইতে উল্লেখ করেছেন যে- এরপরে অনেক দিন পর্যন্ত একজন মুসলমান তাঁর মাযারে আলো প্রজ্বলিত করে রেখেছিলেন।
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




