
যারা চাকুরী খুঁজেন, তারা প্রায়ই অভিযোগ করেন যে, চাকরী পাই না। অথচ, তারা জানেন না চাকরীদাতারই তাদের খুঁজে বেড়াচ্ছেন! কিভাবে?......আসলে, এই ধরণের চাকরীপ্রার্থীরা যে ভুল করেন তা হচ্ছে, তারা দেশের বাজারকেই একমাত্র চাকরী খোঁজার ক্ষেত্র হিসেবে বেছে নেন। অথচ, বাইরের দেশগুলোতে চাকরীর অনেক সুযোগ রয়েছে! তাদের জন্যে আমার উপদেশ - 'বি ইন্টার্নেশনাল'।
আপনি যদি ইনডিড, রীড, বাইত ডট কম-এর মতো ওয়েবসাইটগুলোতে নিজের একটি প্রোফাইল খুলে সেখান থেকে চাকরীতে এপ্লাই করতে পারেন, তাহলে, অনেক ভালো ফল আসে! একবার চেষ্টা করে দেখুন না!
আরেকটি বড় চাকরীর সুযোগ তৈরী করে দেয় যদি আপনি এজেন্সীগুলোর সাথে যোগাযোগ রাখেন। তাদের কাছেও অনেক চাকরীর খবর থাকে। আপনি গুগল করলেই এমন অনেক চাকরী'র এজেন্সির খোজ পাবেন। আপনাকে শুধু তাঁদের সাথে কথা বলতে হবে। রিজুমেকে একটু আধুনিক ভাবে উপস্থাপন করতে হবে। তাহলেই, কেল্লা ফতে!
আশা করি, এইসব টিপস আপনাদের অনেক কাজে লাগবে।
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



