
চলুন একটু খোলা মনে আলোচনা করি। ব্লগার সোনাগাজীর কমেন্ট ব্যান মুক্তি অনেকেই চান। কিন্তু, সোনাগাজী ভাই ব্লগের অনেকের কাছেই ভয়ের একটি নাম। তিনি তাঁর আগের চাঁদগাজী নিক থেকে সামুতে অনেক বিরোধী ব্লগারকে হেনস্থা করেছেন বলে কথা উঠেছে। সোনাগাজী নিক থেকেও গেরিলা হামলা চালিয়ে যাচ্ছেন মাঝে মঝেই। এজন্যে, তাঁর বন্ধু সংখ্যা খুবই কম। এই পরিস্থিতিতে ব্লগ কর্তৃপক্ষ তাঁর নিকের কমেন্ট সুবিধা বন্ধ করে দিয়েছেন। এই অবস্থা যত দিনই চলুক না কেন, সুযোগ পেয়ে কিছু বিরোধী ব্লগারকে তাঁকে লক্ষ্য করে পোস্টের মাধ্যমে বিষযুক্ত তীর নিক্ষেপ করতে দেখা যাচ্ছে।
তাই, কিছু সরাসরি প্রশ্ন করছি---
১) আসলেই কি ব্লগার সোনাগাজী ততটুকু খারাপ যতটুকু তাঁর বিরোধী ব্লগাররা বলে থাকেন?
২) ব্লগকে যুদ্ধের ময়দান বানিয়ে যাদেরকে তিনি শর নিক্ষেপ করছিলেন, তারা কি সত্যিই 'ডার্ক ব্লগার'?
৩) ব্লগার সোনাগাজী থেকে আসলেই কি কিছু শেখার আছে?
৪) তিনি কি সত্য সত্যই একজন অনুসরণীয় ব্লগার?
আমার কাছে এর উত্তর হচ্ছে-
১) না। তিনি খারাপ ব্লগার নন। ব্লগার সোনাগাজী সত্যিই একজন খোলা মনের ব্লগার। তিনি যেসব ব্লগারের বিরুদ্ধে আক্রমণ করেন, তাদেরকে ব্য্যক্তিগত ভাবে আক্রমণ করেন নাই। তিনি তাদের লেখনীকে আক্রমণ করেছেন, ব্যক্তিকে নয়।
২) অবশ্যই তারা ডার্ক ব্লগার। তাদের পোষ্ট থেকেই বুঝা যায় যে, তারা ব্লগার সোনাগাজীকে ব্যক্তি আক্রমণ করছেন।
৩) ব্লগার সোনাগাজী থেকে অনেক কিছুই শেখার আছে। আমি তাঁর কাছ থেকে কমেন্ট করা শিখেছি। শিখেছি কিভাবে তেরছা কমেন্টের উত্তর দিতে হয়।
৪) আমি তাঁকে একজন অনুসরনীয় ব্লগার হিসেবে মনে করি। সামু'র প্রতি ভালোবাসা আমি তাঁর কাছে থেকে শিখেছি। বার বার ব্যান হয়েও তিনি যেভাবে ফিরে আসেন, তা সামুর প্রতি, ব্লগিং-এর প্রতি তাঁর ভালোবাসা প্রমাণ করে।
আপনিও কি আমার মতো একমত?
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০২৩ রাত ১১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



