
সিলেট-সহ বাংলাদেশের অনেক অঞ্চল উচ্চ মাত্রার ভূমিকম্পের ঝুঁকির মধ্যে আছে। এমন ভূমিকম্প হলে এসব এলাকার অনেক বড় ক্ষতি হতে পারে। এখন, এমন যদি হয়, ভূগর্ভস্থ টেকটনিক প্লেটের কাছাকাছি স্থানে একটি রোবট নামিয়ে দেওয়া গেলো, আর, সেটা প্লেটের নাড়াচাড়ার কোন গন্ধ পাওয়ার সাথে সাথেই ভূপৃষ্ঠে অবস্থিত ভূমিকম্প অবজারভেটরিতে খবর পাঠিয়ে দিলো যে- ভূমিকম্প আসছে! শহরের চারপাশে সাইরেন বেজে উঠলো। মানুষজন সেই সাইরেন শুনে সাবধান হয়ে পথে নেমে এলো! এতে করে হয়তো প্রাণের ক্ষয়ক্ষতি থেকে একটি জাতি বেঁচে যাবে।
সম্প্রতি তুরস্কের ভূমিকম্পের আগে দেখা গিয়েছে, আকাশে অনেক পাখী বেরিয়ে পড়েছিলো। সামুদ্রিক সুনামির আগে সাগরের মাছেরা টের পায়। এমন হতে পারে যে- পাখীদের বা শুশুক জাতীয় পানির প্রাণীদের গায়ে এমন মাইক্রোচিপ বসিয়ে দেওয়া গেলো সেইসব প্রাণীর অবস্থা পর্যবেক্ষণ করে ভূমিকম্পের আভাস জানাবে।
এমনই কিছু ধারণা নিয়ে আমার ল্যাব কাজ শুরু করেছে। আপনাদের এক্ষেত্রে কোন ইনপুট দেওয়ার ইচ্ছা হলে পোস্টের কমেন্ট সেকশন উন্মুক্ত থাকবে।
বিদ্রোহী ভৃগু, এ নিয়ে চিন্তা করার সময় হয়ে এসেছে!
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০২৩ রাত ৯:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




