
STEM হচ্ছে: science, technology, engineering and mathematics - এই চারটি বিষয়ের সংক্ষিপ্ত নাম। ৪র্থ শিল্প বিপ্লবে এই চারটি বিষয়ে শিক্ষা নেওয়াকে খুব গুরুত্বের সাথে দেখা হচ্ছে। আমাকে আজ রাত ১১-টার সময়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিষয়ে ব্যাচেলর করা একজন ছাত্র জানালো যে, সে গত ১ বছর ধরে চাকরি খুজতেছে, তখন মনে চিন্তা এলো- আমি এ কোথায় বাস করছি! এই দেশে গণিত অলিম্পিয়াডের মেরিটদের ভবিষ্যত কি!
কেউ একদম অসহায় না হলে, অপরিচিত কাউকে রাত ১১টায় কল দেয়? আমাদের দেশের গণিতবীদরা কি একদমই অসহায়? তবে, আমাদের দেশের বিজ্ঞানীরা নিজেদের কর্মক্ষেত্রের অন্য বিজ্ঞানীদের পিছনে লাগতে উস্তাদ। এটা আমি গত ৬ মাসে হারে হারে টের পেয়েছি। এই ধরণের মানুষের পিছু-লাগা বিজ্ঞানীদের কারণেই আমাদের দেশের উন্নয়ন পিছিয়ে গিয়েছে তা বুঝতে পারছি।
এদের জন্যে সোনাগাজী ভাইয়ের মায়া লাগা উচিত নয়।
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০২৩ রাত ২:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



