আজ সন্ধ্যায়, লিভিংরুমে বসে 'ইকিগাই' বইটি পড়ছিলাম। বইটি পড়তে পড়তে মাঝে মাঝে ভাবনার রাজ্যে ডুব দিচ্ছি। ভাবছি, জীবনের চল্লিশটি বসন্ত পার হয়ে গেলো। তবু কি নিজের জীবনের উদ্দেশ্য জানতে পেরেছি?
জাপানের মানুষেরা বিশ্বাস করে - প্রত্যেকটি মানুষের একটি 'ইকিগাই' আছে যা তাকে প্রতিটি দিন সকালে বিছানা থেকে লাফ দিয়ে জেগে উঠতে সাহায্য করে।....এই বইটির কল্যাণে আপনারা হয়তো সবাই জানেন যে, 'ইকিগাই' অর্থ 'জীবনে বেঁচে থাকার উদ্দেশ্য'।.....নিজের জীবনের বেঁচে থাকার উদ্দেশ্য জেনে ফেলা খুব একটা সহজ কাজ নয়।
.
পৃথিবীর ৫টি Blue Zone হচ্ছে জাপানের ওকিনাওয়া, ইতালীর সারডিনিয়া, আমেরিকার ক্যালিফোর্নিয়ার লোমা লিন্ডা, কোস্টারিকার দ্যা নিকোয়া পেনিনসুলা এবং গ্রীসের ইকারিয়া অঞ্চল।....'ইকিগাই' আছে বলেই, এই পাঁচটি ব্লু জোনের অধিবাসীরা পৃথিবীর অন্যান্য দেশের মানুষের চেয়ে অনেক দিন বেশি বেঁচে থাকেন , সেই সাথে তাঁদের কম অসুখ হয়ে থাকে!
ভাবনায় ব্যাঘাত ঘটলো, বিবিজান এসে হাতে এক কাপ চা ধরিয়ে দিলেন। চায়ের কাঁপের দিকে তাকালাম। সুন্দর করে লেবু দিয়ে সাজানো এক কাপ চা! চট জলদি একটি ছবি তুলে ফেলে চায়ে চুমুক দিতে দিতে বইটির অতলে আবারো ডুবে গেলাম।
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৫৩