
প্রতি দিন পোস্ট করতে না পারলেও, আড়ালে থেকে সামুতে একবার অন্ততঃ ঢুঁ দেওয়ার চেষ্টা করি। সেই থেকে, আমার কেন জানি মনে হচ্ছে, ব্লগের পরিবেশ একটু ভারী হয়ে উঠছে। তাই, আমার প্রতিষ্ঠানের একটা টপ সিক্রেট প্রজেক্টের খবর প্রকাশ করছি। জানি, এখনই এটা প্রকাশ করা উচিৎ হচ্ছে না, কিন্তু, তবু, ব্লগারদের খুশির খবরটা আগে-ভাগেই আমি দিতে চাই।
আমরা বাংলাদেশের বিমানবন্দরগুলোর জন্যে রোবট বানাচ্ছি!!! আপনারা হয়তো অনেকেই জানেন, সিলেটে আমার একটি গবেষণামূলক আইটি ফার্ম আছে। আমরা রোবট নিয়ে রিসার্চ করছি। আমরা প্রথমে কৃষি রোবট বানাতে চেয়েছিলাম। সেটা বানাতে গিয়েই বাই-প্রডাক্ট হিসেবে একটি গ্যাস এনালাইজার বানিয়ে ফেলি যা দিয়ে বিভিন্ন ধরণের গ্যাসের মাত্রা মাপা যায়। এটার নাম দিয়েছি 'গন্ধবণিক'।
গত কয়েক দিন আগে, আমরা কৃষি রোবটের চেসিসটাকে বিমানবন্দরগুলোতে লাগেজ বওয়ার রোবটে পরিণত করার কাজে হাত দিয়েছি। শাহজালাল বিমানবন্দরে সিনিয়র সিটিজেনদের কষ্ট দেখে মনে হয়েছিলো এরকম কয়েকটি রোবট আমাদের দরকার।
এই সপ্তাহের মাঝে রোবটটি তৈরি হয়ে যাবে বলে ধারণা করছি। সবাই আমাদের প্রতিষ্ঠানের জন্যে দোয়া করে আশা করি পাশে থাকবেন।
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



