
আমি আসলে মানুষটা ভালো না। নাহলে আমার বন্ধুর সংখ্যা এতো কম কেন! বিপদে বন্ধুর পরিচয়। আর, বিপদের সময় কেউ যদি পাশে না দাঁড়ায়, তাহলে, ধরে নিতে হবে, তার বন্ধু নেই। আর, যার কোন বন্ধু নেই, সে কেমন করে ভালো লোক হয়!!!
সম্প্রতি খুব বিপদের মাঝে দিয়ে যাচ্ছি। আমার সিলেটের প্রজেক্ট থেকে এখন পর্যন্ত কোন রিটার্ন নেই। প্রোডাক্ট রিসার্চের জন্যে এখন পর্যন্ত প্রায় ৭০ লক্ষ টাকা খরচ হয়ে গিয়েছে। অথচ, মার্কেটে আনার মতো কোন প্রোডাক্ট এখন পর্যন্ত ইনভেন্ট হয় নাই। তবু, আমি হতাশ না। জানি, যে গতিতে চলছে, তাতে কিছু না কিছু একটা বের হয়েই যাবে। কিন্তু, সেই পর্যন্ত চলার মতো ফাইন্যান্স কি আমার আছে? হিসেব বলছে নেই।
আমি যাদেরকে ধার দিয়েছি, তাঁদের মাঝে খুব কম মানুষই আমাকে টাকা ফেরত দিতে পেরেছেন। তাদের হয়তো সেই সামর্থ্য নেই বলেই তারা পারছেন না। এটা আমি বুঝেছি। তাই, দেনাদারদের আমি এক-দুইবারের বেশি বলি নাই।
আমার সম্পত্তিগুলো বন্ধক রাখতে ব্যাংকে গিয়েছিলাম। আমার কিছু জমি আছে, সেগুলো বন্ধক দিতে চেয়েছিলাম। ব্যাংক আমাকে বিজনেস লোন দিলো না। কার কাছে আর দুঃখ বলবো!!! শেষে নিজের দুঃখ সামুতেই লিখে রাখলাম। এখানে মানুষজন কম। বেশি মানুষের জানা-জানি হবে না।
সবাইকে নববর্ষের শুভেচ্ছা।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



