
ব্লগবন্ধুরা সবাই কেমন আছেন? কয়েক দিন ঢাকার বাইরে ছিলাম। গিয়েছিলাম আমার দাদা'র বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নে। সেখানে তরুণ উদ্যোক্তা তৈরীর জন্যে একটি একাডেমী শুরু করার চেষ্টা করছি।....এক ফাঁকে টিম নিয়ে বরমচালের বিখ্যাত 'সাতকরার সিঙ্গারা' খেতে গিয়েছিলাম ওদুদ চাচার টং দোকানে।.....পর পর দুই দিন পেট পুরে সিঙ্গারা খেয়েছি আর বুঝেছি যে, আমাদের গ্রামের মানুষেরা ভালোই আছেন।
সিলেটের গ্রামে-গঞ্জে তরুণ-যুবকদের সংখ্যা কি কমে যাচ্ছে? আমাদের গ্রাম প্রায় খাঁ খাঁ করছে। বাড়ি বাড়ি ঘুরে বুঝতে পেরেছি যে, তরুণ-যুবারা হয় ইউরোপ-আমেরিকা-কানাডায় পাড়ি জমাচ্ছে, অথবা আরবের দেশগুলোতে রেমিটেন্স আর্নার হতে উড়ে গিয়েছে। তা যাক! এটা আমাদের দেশের অর্থনীতির জন্যে ভালো. দেশের ফরেন রিজার্ভের মাত্রা এমনিতেই কমে গিয়েছে, এই ছেলেরা না গেলে আরও বিপদে পড়বে দেশ।
আমি চেষ্টা করছি, আমার এবং আশে-পাশের গ্রামগুলোকে 'স্মার্ট বাংলাদেশ'-এর আওতায় নিয়ে আসতে। বুঝতে পেরেছি যে, গ্রামে-গঞ্জে অনেক কিছু করার আছে। একমাত্র আইটি সেক্টর দিয়েই গ্রাম-গঞ্জের মানুষদের অর্থনৈতিক জীবনে রাতারাতি কয়েক বছরে পরিবর্তন আনা সম্ভব!
আমি সেই চেষ্টাই শুরু করেছি নিজের গ্রাম দিয়ে। আশা করি সবাই বুদ্ধি-সহযোগিতা দিয়ে পাশে থাকবেন।
ধন্যবাদ নিরন্তর।
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



