এবারের ঈদে অনেক দিন পরে ভারতীয় কাপড় কিনলাম। স্বামী-স্ত্রী ম্যাচিং করে লাল রঙ্গের কাপড় কিনেছি। আমার জন্যে রাজস্থানী পাঞ্জাবী, আর, বিবিজানের জন্যে দিল্লী বুটিক।
এইবারের ঈদে কি পড়বো তা নিয়ে বেশ দ্বিধায় ছিলাম। ইতিমধ্যে, শ্বশুরবাড়ি থেকে ঈদের কাপড় গিফট পেয়েছি। তার উপর ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছেন কারা যেন! আমি সাধারণত আড়ং-এর পণ্য কিনি। এবারে, ঠিক করলাম যে, প্রতিবেশী ও বন্ধুদেশ ভারতের পণ্য কিনবো। ১ম পাঞ্জাবী হবে ভারতীয়, ২য় পাঞ্জাবী আড়ং -এর।
প্রথমে গেলাম, পুলিশ প্লাজায়। সেখান থেকে আমার বিবিজান তাঁর কাপড় কিনলেন। আমার পাঞ্জাবী সেখানে পছন্দ হলো না। গুলশান-বনানীর দোকানগুলোতেও আমি যেরকম চাচ্ছিলাম সেরকম পাঞ্জাবী পেলাম না। শেষে বসুন্ধরা শপিং সেন্টারের ৩টি ফ্লোর ঘুরে রাজস্থানি পাঞ্জাবী কিনেছি।
দারুণ যাবে এবারের ইদ/ঈদ!
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০২৪ রাত ৮:০৭