.
.
মধ্যরাত পেরিয়ে গিয়েছে। শাইয়্যান যেখানে বসে লিখছে, তার উপরে ঘূর্নায়মান ফ্যানটি মনে করিয়ে দিচ্ছে, এই পৃথিবীটিও নিজ অক্ষে ঘুরছে। এই দুরন্ত ঘূর্ণির মাঝে প্রতিটি জীবের মতো শাইয়্যানেরও একটি অস্তিত্ব আছে।
কিন্তু, শাইয়্যান জানে, সেই অস্তিত্বের মাঝেই অস্তিত্বহীন এক স্বত্বার আবাস। এতো সেই শাইয়্যান যে ইচ্ছে করলে নিজ অস্তিত্বকে সেই পরম অস্তিত্বহীনতায় বিলীন করে দিতে পারে। এই ক্ষমতা তাঁকে দেওয়া হয়েছে।
অথচ, শাইয়্যান সেই ক্ষমতা ব্যবহাঁর করছে না! সে কান পেতে আছে একটি গানের অপেক্ষায়। আজ রাতে কেউ কি নজরুলের সেই গানটি গাইবে - 'আজও মধুরও বাঁশরী বাজে'? ইচ্ছে করলেই শাইয়্যান গানটি ল্যাপটপে বাজিয়ে শুনতে পারে। তা সে করছে না।
রাত বেড়ে চলছে! সে অপেক্ষা করতেই থাকে!

সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০২৪ রাত ১২:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




