
আপনারা কি আমাকে আজ আপনাদের সামনে একজন স্বর্গীয় মানুষের স্বরূপ বর্ণনা করতে দিবেন, প্লিজ? যদি দেন, তাহলে বলতাম-
যেদিন থেকে থেকে স্রষ্টা ধনুকের ছুড়ে দেওয়া একটি তীরের মতো করে এই বিশ্বকে তৈরী করেছেন.........তখন থেকে তিনি......... প্রত্যেক দিন, প্রতিটি মুহুর্তে, আমাদের জন্যে একবার স্বর্গের দরজা খুলে ধরছেন আবার তা বন্ধ করে দিচ্ছেন। এটা এতো দ্রুত ঘটে যাচ্ছে যে একজনের চিন্তা-ভাবনা থামিয়ে দেওয়ার জন্যে তা যথেষ্ট!
আপনি যদি এমন কারো দেখা পান-
যে দেখতে শুধু সুশ্রীই নয়, যার মেজাজটাও খুব সুন্দর-
যাঁর কথাবার্তা খুব সহজ-সরল আর স্বভাবে দিলখোলা-
সেই সাথে যে সবার ভালোর জন্যে প্রার্থনা করে---
তেমন মানুষের সংস্পর্শে আসলে দেখতে পাবেন, মনটা কি আনন্দেই না ভরে উঠে!
এমন লোক আপনাকে এই বিশ্বব্রহ্মাণ্ডের
সকল উত্তেজনা আর সংকীর্ণতা ভুলে যেতে সাহায্য করবে,
আপনার ভিতরটা তাঁর সংস্পর্শে এসে এমন ভাবে প্রস্ফুটিত হবে যে,
সে যখন গালও দিবে, আপনি হেসে ফেলবেন!
আর
তাঁর কাছে আসার আহবান আপনাকে একদম কাঁদিয়ে দিবে,
কিন্তু-
সেই মুহুর্তে আপনি নিজের মাঝে লক্ষ-কোটি আনন্দরধারা অনুভব করতে থাকবেন।
.
এমন মানুষই বেহেশত/স্বর্গের বাসিন্দা।
==========
======
==
মূলঃ শামস তাবরিজী (রহঃ)
ভাবানুবাদঃ সত্যপথিক শাইয়্যান
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০২৪ দুপুর ২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




