
ব্লগার কিরকূট,
আমি দুঃখিত যে, আপনাকে আমি বাজে ভাবে কমেন্ট করেছি। আমি এজন্যে ক্ষমাপ্রার্থী। আসলে, আপনিই শুরু করেছিলেন। ব্লগার জেনারেশন ৭১ -এর শেষ পোস্টে আমাকে জামায়াতে ইসলামী দলের চামচা বলেছেন। সেজন্যে আমি রেগে গিয়ে উক্ত কথাগুলো বলি।
আমি আপনার শত্রু নই। দেখা হলে, আপনাকে সালামটা আমিই আগে দিবো। আমি আমার ব্লগিং জীবনে আপনি ছাড়া একমাত্র কামাল সাহেবের সাথেই খারাপ ব্যবহার করেছি, অহেতুক খোঁচাখোঁচির জন্যে। ব্লগার চাদ্গাজী বা সোনাগাজী আমাকে অনেক কটু কথা বলেছেন। কই, আমি তো তাঁকে ফিরতি কোন খারাপ কথা বলি নাই! তাহলে, আপনাকে বললাম কেন!!!
আমি এখন অরাজনৈতিক ব্যক্তি। এক সময়ে হিজবুত তাহরীর করতাম। ছেড়ে দিয়েছি অনেক আগেই! তবে, চোরমোনাই পীর সাহেবের দলের নায়েবে আমিরের ভক্ত আমি, তাঁর স্পষ্ট বক্তব্যের জন্যে।
আমি সব দলেরই ভালো লোকদের পছন্দ করি। যেমন করি জামায়াতে ইসলামীর ডঃ সৈয়দ তাহের সাহেবকে। তেমনি আওয়ামী লীগের সৈয়দ আশরাফুল ইসলাম এবং ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ভাইয়ের সাপোর্টার ছিলাম। বিএনপি'ঢ় সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সাহেবকেও পছন্দ করি। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, এরশাদ পতন আন্দোলনে গুলি খেয়ে পা হারানো ডাঃ সৈয়দ নূর-এ তাজাম্মুল হোসেন শাহজাদা ভাইয়ের কাছে বোন বিয়ে দিয়েছি। তাই, জাতীয়তাবাদী দলকেও পছন্দ করি। কমিউনিস্ট দলের ভালো লোকদের আমি পছন্দ করি।
আমি মনে করি, দল নয়, ভালো ব্যক্তিকে অনুসরণ করা উচিৎ। এটাই আমার আদর্শ।
আপনি প্রশ্ন করতে জানেন না। যাদেরকে আপনি দুষছেন, তারা বলছেন যে, এই কাজ তারা করেন নাই, ভারত করেছে। তাহলে শুধু শুধু কেন দোষারোপ করছেন!! আপনার বরং জিজ্ঞাসা করা উচিৎ ছিলো - "যদি ভারত করে থাকে তা জামায়াত জানলো কি করে?!!! জেনে থাকলে প্রমাণ দিন।"
ভালো থাকুন নিরন্তর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


