
স্বাধীনতার পরে ৮০% বাংলাদেশী চরম দারিদ্র্য সীমার নিচে বাস করতো, এখন সেরকম মানুষের সংখ্যা ২০%-এর নিচে। তবুও, ৩৫ মিলিয়ন বাংলাদেশী এখনো চরম দারিদ্র্য সীমার নিচে বাস করছে। অন্যদিকে, বাংলাদেশের সরকার ২০২৩ অর্থ বছরে ২৫৫২.৯৩ বিলিয়ন টাকা ব্যয় করে।
যদি এই ৩৫ মিলিয়ন মানুষকে যদি দারিদ্র্য সীমা থেকে বের করে নিয়ে আসা যায়, এই মানুষগুলোর যে ক্রয় ক্ষমতা তৈরী হবে, তা পূরণ করতে যেসব ব্যবসা তৈরী হবে, সেইসব ব্যবসায় নতুন চাকরী সৃষ্টি হওয়া থেকে শুরু করে সরকারে ট্যাক্স দিতে সক্ষম সিটিজেনের স্মংখ্যা বেড়ে যাবে।
এখন, বাংলাদেশ সরকার এই বিশাল অর্থ থেকে কত টাকা ব্য করলে এই ৩৫ মিলিয়ন বাংলাদেশীকে চরম দারিদ্র্য সীমা থেকে বের করে নিতে পারবে? একটি সরকারের লক্ষ্য কি এটাই হওয়া উচিৎ নয়? আমার মনে হয়, আমাদের বর্তমান বিপ্লবী সরকার তেমন চিন্তাই করছেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


