
আজকাল খুব ইন্টারেস্টিং বিষয়ে ভাবনা উদয় হচ্ছে। যেমন - হযরত আদম এবং বিবি হাওয়ার একাকী জীবন কেমন ছিলো? পৃথিবীর ইতিহাসের আদি পর্বে আছে, গন্ধম ফল খাওয়ার কারণে আদম নবীকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়, সাথে বিবি হাওয়াকেও। দুইজনকে পৃথিবীর দুই জায়গায় ছেড়ে দেওয়া হয়, শাস্তি হিসেবে!
তাহলে, 'একাকীত্ব' একটি শাস্তি বিশেষ! একাকী জীবন খুবই কঠিন একটা ব্যাপার? একটা মানুষ কত দিন এক থাকতে পারে? কে বেশি একাকীত্ব বহন করতে পারে- নারী না পুরুষ? আমি লক্ষ্য করে দেখেছি, আমাদের দেশের পুরুষেরা নারীর আগে মৃত্যুবরণ করেন। এরপরে, বেশির ভাগ ক্ষেত্রে, নারীরা একাকী জীবন অতিবাহিত করেন। যদিও, সন্তান-সন্তদি তাঁদের চারপাশ ঘিরে রাখেন, কিন্তু, স্বামীর স্থান কি আর কেউ পূরণ করতে পারে? পারে না। তাই, একাকীত্বই বাকি জীবন অবধি নারীদের সঙ্গী হয়।
পৃথিবীতে যখন নবী আদম - বিবি হাওয়াকে নামিয়ে দেওয়া হয়, তখন কি পৃথিবীতে ডাইনোসর ছিলো? বড় বড় কীট - পতঙ্গ ছিলো? ছিলো বড় বড় গাছ - পালা? সেগুলোর মাঝে তাঁরা কিভাবে বেঁচে থাকলেন? ক্ষিধা বা পিপাসা পেলে কি খেয়ে/পান করে বেঁচে ছিলেন? মানুষ তো বেশি দিন একাকী কথা না বলে থাকতে পারে না। তাঁরা কি করতেন, যখন একা থাকতেন? কারো সাথে কথা বলতে না পেরে, সঙ্গী হিসেবে পাশে কাউকে না পেয়ে তাঁদের কি খুব কষ্ট হতো?
আমার হযরত আদম আর বিবি হাওয়া'র জন্যে খুব মায়া হচ্ছে। আমি নিজের অভিজ্ঞতা থেকে জানি, একাকীত্ব দম বন্ধ করে আনা খুব কঠিন একটি শাস্তি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


