
আপনি মডার্ন টেকনোলজি ব্যবহার করতে পারেন। আপনি একজন আধুনিক মানুষ। একজন আধুনিক মানুষ হিসেবে সমাজের প্রতি আপনার দায়িত্ব অনেক। সেই দায়িত্বগুলোর মাঝে প্রধানতম হচ্ছে - মানুষের উপকার করা। যখন মানুষের উপকার করতে যাবেন, সে কোন দেশের মানুষ, তা নিয়ে চিন্তা করা উচিৎ হবে কি? হবে না। মানুষ তো মানুষই! সে বাংলাদেশী হতে পারে, ইউরোপীয় হতে পারে, হতে পারে ভারত কিংবা পাকিস্তানের!
একজন সচেতন ও ভালো মনের মানুষ হিসেবে আপনি কখনোই মানুষের মাঝে বিভেদ দেখতে চান না। আর, বিভেদ যদি হয়ই, সেটা যেন আপনার দিক থেকে শুরু না হয়, তা মনে রাখতে হবে। নিজেকে বিভেদ থেকে বাঁচিয়ে রাখুন।
মানুষের ভালো করার সময়ে একজন ভালো লোক হিসেবে আপনি জাত-পাত, ভূমি, জাতির উর্ধে যখন উঠতে পারবেন, তখনই নিজেকে একজন পরিপূর্ণ ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠা করতে পারবেন। সেটা আপনি করতে চান কি? সিদ্ধান্তটা আপনার নিজের। তাই, নিজের হৃদয়কে খুলে দিয়ে এই নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ করে দিন।
ব্লগ একটি মডার্ন টেকনোলোজি। এটাকে খারাপ ভালো দুই ভাবেই ব্যবহার করা যায়। এটা ঠিক যে, কোনটা খারাপ - আর কোনটা ভালো, তা আপেক্ষিক। একজন ডাকাতের জন্যে যেটা ভালো, সেটা একজন ডাকাতির শিকার হওয়া ব্যক্তির জন্যে খারাপ।
কিন্তু, আপনি নিশ্চয় নিজেকে ডাকাত হিসেবে কখনোই দেখতে চাইবেন না!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


