সৎ উপায়ে থাকার উপায় কি? সৎ পথে ব্যবসা করে ভালো উপার্জনের ভালো উপায় আমাদের দেশে আছে কি? আমি জানি, আছে! এক্ষেত্রে, আমি কিছু আইডিয়া দিতে পারি। আপনারা তো জানেনই, আমি আইডিয়া দিতে উস্তাদ!
১ম আইডিয়াঃ somewhereinfacebook.net
এটা খুবই উচিৎ কথা যে, ফেসবুকে আমাদের ব্লগারদের অনেকে লিখেন। অনেক প্রথিতযশা ব্লগার এখন ফেসবুক প্লাটফর্মকে ব্যবহার করে জনপ্রিয় হইয়ে উঠেছেন। তাই, এখন যদি ব্লগ কর্তৃপক্ষ সামহ্যোয়ার ইন ফেসবুক নামক একটি প্রজেক্ট খোলার চেষ্টা করেন, তাহলে কেমন হয়? ব্লগাররা সেখানে ইচ্ছামতো ছবি আপলোড করতে পারবেন, পারবেন, ভিডিও দিতে, কিংবা লাইভ করতে। আমরা ব্লগে হাঁ হাঁ কিংবা রাগের ইমো দিতে পারি না। হয়তো দেখা যাবে পোস্ট দিয়ে রাগ না ঝেড়ে, আপনার অপছন্দের ব্লগারের লেখায় ধুমছে সবাই রাগের ইমোতে ক্লিক করছে!!! তখন কি দারুনটাই না হবে!!! ডোমেইন এখনো ফাঁকা আছে। দাম বছরে $9.99। চিন্তা করে দেখা যায় কি?
২য় আইডিয়াঃ somewhereinlinkedin.net -
এই ডোমেইনটাও ফাঁকা আছে। সামহোয়্যার ইন লিংকডইনে সামুর সব প্রফেশনালরা লিংকড হবেন, পোস্ট করবেন ইংরেজিতে। বছরে
$9.99 বিক্রি হচ্ছে ডোমেইনটি!
৩য় আইডিয়াঃ somewhereintwitter.net -
এখানে টুইট করবেন নামকরা সব ব্লগাররা। এমনকি হয়তো বড় রাজনৈতিক ব্যক্তিত্বদেরও আকৃষ্ট করা যাবে! এই ডোমেইনের দামও $9.99/বছরে।
৪র্থ আইডিয়াঃ সামহ্যোয়ার ইন ইউটিউব ডট নেট -
এটা ফাঁকা আছে কি না জানতে আপনাকে একটু খোঁজ নিতে হবে।

আশা করি, ব্লগাররা আমার এই আইডিয়াগুলো প্রয়োগ করা যায় কিনা তা ভেবে দেখবেন।
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১:০৯