অত্যাচারী এক রাজা এক সাধকের কাছে জিজ্ঞেস করল—
“কোন ইবাদতটি সবচেয়ে উত্তম?”
সাধক উত্তর দিলেন:
“তোমার জন্য সবচেয়ে উত্তম ইবাদত হলো দিনের অর্ধেক ঘুমিয়ে কাটানো—
যাতে অন্তত কিছু সময় প্রজাদের কষ্ট না দাও।”
আমি এক অত্যাচারী শাসককে দিনের অর্ধেক ঘুমাতে দেখলাম।
আমি বললাম:
“এই বিভ্রান্তি যদি ঘুমে দূর হয়, তবে তো মঙ্গলই বটে।
কিন্তু যার জাগরণ অপেক্ষা ঘুমই যদি উত্তম হয়,
তাহলে সে মানুষ বেঁচে থাকার চেয়ে মৃত থাকলেই ভালো।
======
শেখ সাদী, গুলিস্তান
=============
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০২৫ বিকাল ৩:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




