জনাব ওমর খাইয়াম,
আপনি যদি চাঁদগাজী/ফারমার২/ফিনিক্স হয়ে থাকেন, এবং একজন প্রকৃত মুক্তিযোদ্ধা হয়ে থাকেন, আপনাকে বার বার ব্যান করাটা আমার ভালো লাগছে না। আমি নিজে এখনো মুক্তিযোদ্ধাদের সম্মান করি। তাঁদের আদর্শের বাইরে কোন কিছু করি না বলেই মনে করি। আমি আপনাকে সম্মান করি, কারণ আপনি একজন মুক্তিযোদ্ধা।
ব্লগের সবাই আপনাকে আওয়ামী লীগের সাপোর্টার মনে করেন। কিন্তু, আপনি তো তা নন! যদি হতেন, তাহলে, আপনি কখনোই শেখ হাসিনাকে 'কচ্ছপ' বলে সম্বোধন করতেন না! কয়েক বছর আগে, আপনি শেখ হাসিনাকে কচ্ছপ বলেছিলেন। তাহলে কেন আপনি জুলাই আন্দোলনকে যারা সাদা মনে সমর্থন দিয়েছিলেন, তাদেরকে গাল-মন্দ করছেন! আওয়ামী লীগ আমলে দুর্নীতি, হত্যাযজ্ঞ হয়েছে, এটা তো মিথ্যা নয়!
আপনার কাছে যদি তাদের দেশদ্রোহিতার কোন প্রমাণ থাকে, তা আশা করি উপস্থাপন করবেন। আপনাকে বার বার ব্যান হতে দেখাটা আমাকে খুব কষ্ট দেয়।
আশা করি, আপনি উত্তর দিবেন।
শুভেচ্ছা নিরন্তর,
শাইয়্যান