শেষ নবী ও রাসূল হযরত মুহাম্মুদ মুস্তফা (সা) নবুওত পাওয়ার পরে তাঁর সাহাবীদের নিয়ে যখন ইসলামের দাওয়াতী কার্যক্রম চালান, তখন মূর্খ ও অত্যাচারী আরবদের পক্ষ হতে প্রচণ্ড বিরোধিতার সম্মুখীন হোন। এই ঘটনাগুলো সবারই জানা। আমি কেন আবার তা মনে করিয়ে দিতে গেলাম?
আজ প্রায় এক সপ্তাহ হয়ে গেলো সিলেট এসেছি। গতকাল ভানুগাছ গিয়ে স্বপ্ন টিলা রিসোর্টে ছিলাম। কাজের ধকল থেকে একটু দূরে থাকতে কিছুক্ষণ একা হওয়ার প্রয়োজন ছিলো। যাহোক, আজ সকালে ঘুম থেকে উঠেই মনে একটা প্রশ্নের উদয় হলো। আচ্ছা, এখনকার জমানায় এতো এতো ইসলামী দল, প্রত্যেকটি দলের আলাদা একেকটি নাম, এই আলাদা করে নাম রাখার কালচার কবে থেকে শুরু হলো? কেনইবা এই দলগুলো আলাদা আলাদা নামে পরিচিত হচ্ছে? নবীজীর অনুসারী হিসেবে পরিচিত এইসব দলগুলো যদি সঠিক ভাবে নবীজির পথ অনুসরন করে থাকে, তাহলে নিশ্চয় নবী মুহাম্মদ (সা) সাহাবীদের নিয়ে যে দল গঠন করেছিলেন, সেই দলটিরও কোন নাম থেকে থাকবে।
আমি যত দূর হাদিস মনে করতে পারলাম, নবীজির দলের কোন নাম খুঁজে পেলাম না! এরপরে, সিলেটের দুইজন বড় আলেমকে জিজ্ঞাসা করলাম। তাঁরাও বললেন যে, নবীজির দলের কোন নাম ছিলো না। নবুয়ত প্রাপ্তির আগে হিলফুল ফুজুল নামের একটি সামাজিক সংগঠন বানিয়েছিলেন, কিন্তু, নবুয়ত প্রাপ্তির পরে সাহাবীদের নিয়ে গঠন করা দলটির কোন নাম ছিলো না!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



