
গণেশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সামনে টেবিল চাপড়াতে দেখেই বুঝে নিয়েছিলাম, এদের হাতে সাধারণ শিক্ষার্থীরা নিরাপদ নয়। বোধকরি, শিক্ষার্থীরা নিজেরাও এটা বুঝতে পেরেছিলেন। বাংলাদেশে হাজারো অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনের সূতিকাগার প্রাচ্যের অক্সফোর্ডের ছাত্র-ছাত্রীরা হয়তো এবারে সংকল্প করেছিলেন, এরকম অন্যায় আর হতে দেওয়া যায় না।
তাই, এই বিজয় যত না শিবিরের, তারচেয়ে বেশি অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াকু সৈনিকদের! ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের এই ফলাফল দেখে বাংলাদেশের আপামর জনতা এবারে আরও মোটিভেটেড হবেন, তা বলাই বাহুল্য।
অন্যায়ের বিরুদ্ধে চলমান লড়াই দেশে ছড়িয়ে থাকা হাজারো 'গণেশ' থেকে এবারে পুরো দেশ মাতৃকাকে রক্ষা করার পালা। এটা হবে অনেক বড় দায়িত্ব! আমার বিশ্বাস, বাংলাদেশের জনগণ তা পারবেন।
সবাই ভালো থাকুন নিরন্তর।
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



