কথা হচ্ছিলো সিলেটের একজন ইসলামী রাজনীতিবীদের সাথে যিনি আফগানিস্তানে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আফগানরা এমন একটি জাতি যারা রাশিয়া এবং আমেরিকার মতো দুই দুইটি পরাশক্তির বিরুদ্ধে একাই যুদ্ধ করে নিজ দেশ থেকে হটিয়ে দিয়েছিলো। আফগানদের যুদ্ধ কৌশলের কারণে এই দুইটি পরাশক্তি পালিয়ে যেতে বাধ্য হয়।
সৈয়দ মবনু নামে পরিচিত এই রাজনীতিবিদ ও প্রখ্যাত লেখক বাংলাদেশ থেকে অনেক দূর পাড়ি দিয়ে আফগানিস্তানে পৌঁছে যুদ্ধে অংশগ্রহণ করেন। তাঁর কাছে প্রশ্ন রেখেছিলাম, জাতি হিসেবে কোন শক্তির বলে আফগানরা এই রকম মহাশক্তিগুলোর বিরুদ্ধে জয়ী হলো। কিভাবে তাঁরা সেই জয়কে ধরে রেখে জাতীয় পর্যায়ে নেতৃত্ব ধরে রাখতে সফল হলো।
তিনি নিজে থেকেই জানালেন, যখন আমেরিকা পরাজিত হয়ে নিজ দেশে সৈন্যবাহিনী সরিয়ে নিতে বাধ্য হলো, তখন আফগান মুজাহিদদের প্রথম পদক্ষেপ ছিলো দেশের ক্যান্টনমেন্টগুলো দখল করা। কারণ, তাঁরা বুঝেছিলেন, ফায়ার পাওয়ার যদি মুজাহিদের মতো আদর্শিক কোন বাহিনীর হাতে না থাকে, সেনাবাহিনীর বিপথগামী অগ্রনায়করা ভবিষ্যতে সমস্যার সৃষ্টি করতে পারে। যে কারণে পাকিস্তান-বাংলাদেশে বা অন্য যেসব দেশ বিপ্লব হয়েছে, ফায়ার পাওয়ার আদর্শিক বাহিনীর হাতে না থাকার কারণে স্বল্প বা দীর্ঘ মেয়াদে গিয়ে তা ব্যার্থ হয়েছে।
আর, যেসব দেশে বিপ্লব সফল হয়েছে, সেসব দেশের ক্যান্টনমেন্টগুলো বিপ্লবীদের হাতে চলে গিয়েছিলো বলেই বিপ্লব টিকে গিয়েছে। আর, আফগানরা এটা খুব ভালো ভাবে বুঝেছিলেন বলেই, বিপ্লবের প্রথমেই ক্যান্টনমেন্টগুলো নিজেদের কব্জায় নিয়ে যান। পার্লামেন্ট দখলের চেয়ে ক্যান্টনমেন্ট দখলমুক্ত করা তাঁদের কাছে বেশি জরুরী মনে হয়েছিলো।
আর, বর্তমান অবস্থা বলছে, তাঁদের এই ধারণাই সঠিক হিসেবে প্রমাণিত হয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



