
কাউন্টার এটাকে বাংলাদেশ ফুটবল দল যখন ম্যাচের ১১ মিনিটে গোল করে, তখন পুরো বাংলাদেশ আনন্দে লাফিয়ে উঠেছিলো। এরপরে, ভারত অনেকগুলো আক্রমণ করলেও, কোন গোল আদায় করতে পারে নাই। মাঝে মাঝে বাংলাদেশের পাল্টা আক্রমণ থেকে কয়েকটি সুযোগ তৈরি করলেও ম্যাচে আর কোন গোল হয়নি! শেষ পর্যন্ত, প্রথমার্ধে শেখ মোরছালিনের করা সেই গোল ধরে রেখেইবাংলাদেশ জয়ী হয়।
আমরা অনেকেই আশা প্রকাশ করেছিলাম, এই জয়ের পরে সামু'র প্রথম পাতা অভিনন্দনের জোয়ারে ভেসে যাবে! আজ থেকে ১০ বছর আগে হলে এমনই হতো!
তবে, এই সুযোগে সকল ব্লগারদের পক্ষ থেকে বাংলাদেশকে অভিনন্দন জানাতে ভুলছি না! এই জয় হোক নব যুগের সূচনাক্ষণ!
অভিনন্দন বাংলাদেশ!
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০২৫ রাত ১২:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


