ভেতরে ভেতরে পেওনা এমন তুমি কষ্ট,
যা বলতে চাও, মুখ ফুটে, বলে ফেলো স্পষ্ট।
সেদিনতো কথাটা ওভাবে বলিনি আমি,
যেভাবে তুমি তা নিয়েছো,
রইলে ভুল বুঝে, সে ভুল
ভেঙ্গে দিতে দিলেনা সময় যথেষ্ট।
অনুতপ্ত আমি, যদিও চাইনি
তোমায় দুঃখ দিতে
অজান্তে ভুল করে, আর কত বল কাঁদব
প্রহরতো আছে মোটে অষ্ট.
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১০ সকাল ৯:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




