ফাজা ভি হ্যায় জাওয়া জাওয়া, হাওয়া ভি হ্যায় রাওয়া রাওয়া
শুনা রাহা হ্যায় ইয়ে সামা, শুনি শুনি কাহানিয়া।
অর্থ:
সকালটা সুন্দর, বাতাসটা মনোরম,
সময়টা যেন একটা গল্প শুনাচ্ছে
যা শোনা শোনা মনে হচ্ছে।
ভাবার্থ: বাংলায় গাওয়ার জন্য আমার রচনা:
জীবন এখন বিষাদময়, নোনা জলে ডুবে রয়
কী এক ভিষণ শুন্যতায় ভরে আছে এই সময়.
মূল হিন্দী:
পুকারতে হ্যায় দূরছে, ও কাফিলে বাহার কে
বিখার গায়ে হ্যায় রঙ্গছে, কিছিকে ইন্তেজারছে
ল্যাহের ল্যাহের ইয়ে হোঁঠপর, বাফা কি হ্যায় কাহানিয়া
শুনা রাহা হ্যায় ইয়ে সামা শুনি শুনি ছি দাস্তা।
অর্থ:
এই সুন্দর বসন্ত দূর থেকে ডাকছে, তার রঙ ফিকে হয়ে গেছে
কাঁপা কাঁপা ঠোঁটে সে বলছে, সে কতটা বিশ্বস্ততার সাথে প্রতীক্ষা করেছে।
ভাবার্থ: বাংলায় গাওয়ার জন্য আমার রচনা:
যেতে যেতে ফাগুনবেলা কিছু কথা বলে যায়
উদাসী এক দক্ষিণ হাওয়া এ হৃদয়ে বয়ে যায়
ছবি এঁকে ঝড়া পাতায় পিছু ফেরে বিষন্নতায়
কী এক ভিষন শুন্যতায় ভরে আছে এ সময়।
মূল হিন্দী:
বুঝি মাগার বুঝি নেহি, না জানে ক্যায়ছি ইয়ে পিয়াস হ্যায়
কাড়ার দিলছে আজ ভি না দূর হ্যায় না পাস হ্যায়
ইয়ে খেল ধুপ ছাঁওকা ইয়ে পুরওয়াতে ইয়ে দুরিয়া
শুনা রাহা হ্যায় ইয়ে সামা, শুনি শুনি ছি দাস্তা।
অর্থ:
মিটেও মেটেনা এ কেমন পিপাসা?
সুখ আজও হৃদয়ের কাছে থেকেও দুরে,
এ যেন আলো-ছায়ার খেলা, এই কাছে আবার দূরে
ভাবার্থ: বাংলায় গাওয়ার জন্য আমার রচনা:
ফুরালো সব স্বপ্ন সাধ না মিটিয়ে মনের তিয়াস
কাটাতে দিন কাটাই রাত, নিঝুম নিরাশ, নিঃসঙ্গতায়
নিরব নিথর নিঃশব্দময়, দুঃসহ এ দুঃসময়
কী এক ভিষণ শুন্যতায় ভরে আছে এই সময়।
মূল হিন্দী:
হার এক পাল কো ঢুনতা, হার এক পাল চলা গায়া
হার এক পাল ফিরাককা, হার এক পাল ভিশালকা
হার এক পাল গুজার গায়া, বানাকে দিলপে ইক নিশা(ন)
শুনা রাহা হ্যায় ইয়ে সামা, শুনি শুনি ছি দাস্তা।
অর্থ:
প্রতিটা ক্ষণকে খুঁজতে খুঁজতে প্রতিটা ক্ষণ চলে গেল
প্রতিটা ক্ষণই বিষাদের, প্রতিটা ক্ষণই শুন্যতার
প্রতিটা ক্ষণই বুকে কষ্ট নিয়ে পার হল
ভাবার্থ: বাংলায় গাওয়ার জন্য আমার রচনা:
প্রতিটা ক্ষণই থেমে রয় প্রতি ক্ষণের প্রতীক্ষায়
প্রতিটা ক্ষণ হারিয়ে যায় প্রতি ক্ষণের সীমানায়
প্রতিটা ক্ষণই কেঁদে যায় প্রতি ক্ষণের বেদনায়
কী এক ভিষণ শুন্যতায় ভরে আছে এই সময়।
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১০ রাত ১০:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




