ভালবাসার দিবস নেই
মো: সাখাওয়াত হোসেন
তোমাকে ভালবাসি, কতটুকু!
মাহাকাশের গভীরতা ঠিক যতটুকু।
তোমাকে ভালবাসি, নেই কোন নিদিষ্ট রাত বা দিন,
তুমি আছ হৃদয়ে মোর নিত্য অন্তহীন।
যখন বর্ষায় আকাশে কালো মেঘের ঘনঘটা,
তখন তুমি মোর হৃদয়ে
শরতের নীল-সাদা মেঘের এক বিন্দু ছটা।
তুমি মোর চোখে চির সবুজ বসন্ত,
তাই ফাগুন মোর হৃদয়ে আনে না নতুন কোন নৃত্য।
তোমাকে ভালবাসি, প্রতি শ্বাস-প্রশ্বাসে,
ভালবাসি প্রতি রাত, প্রতি দিবসে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




