বন্ধু নির্বাচন
হযরত আলী (রাঃ) বলেন, ”বন্ধু অবশ্যই বানাও। কারণ বন্ধু দুনিয়াতেও উপকারে আসে এবং আখেরাতেও।”
হযরত আলী (রাঃ) এক কবিতায় বলেন, ”সেই তোমার সত্যিকার বন্ধু যে তোমার সাথে থাকে, তোমার কল্যাণের জন্য নিজের হ্মতি করে। দৈব-দুর্বিপাকে পড়ে তোমার অবস্থা শোচনীয় হলে সে নিজের সুখ বির্সজন দিয়ে তোমাকে সুখ দান করে। ”
জনৈক আলেম বলেন, কেবল দু’ব্যক্তির সংর্সগ অবলম্বন করা উচিত। এক, যার কাছে থেকে তুমি কিছু ধর্মীয় বিষয় শিহ্মা করতে পার, ফলে তোমার উপকার হবে। দুই, যাকে তুমি কিছু ধর্মের কথাবার্তা বললে সে মেনে নিবে। এছাড়া তৃতীয় ব্যক্তির ধারে কাছেও যেয়ো না।
হযরত ইমাম জাফর সাদেক (রঃ) বলেন, পাঁচ ব্যক্তির সঙ্গ (বন্ধুত্ব) অবলম্বন কর না।
১. মিথ্যাবাদী, তুমি তার কাছে প্রতারিত হবে। সে মরীচিকার মত- দূরবর্র্তীকে নিকটবর্তী করবে এবং নিকটবর্তীকে দূরবর্র্তী করবে।
২. নির্বোধ, তুমি তার কাছে কিছুই পাবে না। সে তোমার উপকার করতে চেয়েও নির্বুদ্ধিতাবশতঃ অপকার করে বসবে।
৩. কৃপন, তুমি তার প্রতি মাএাতিরিক্ত মুখাপেহ্মী হলে সে তোমার সাথে বন্ধুত্ব ছিন্ন করবে।
৪. কাপুরুষ, সে বিপদ মুহূর্তে তোমাকে ছেড়ে পালাবে।
৫. ফাসেক।
(এহইয়াউ উলুমিদ্দীন অবলম্বে)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




