আমার মনে হয় আমি এক আজিব দেশে বাস করি। যে দেশের আইন মানুষের জন্য নয়, বরং আইনের জন্য মানুষ। আমার দেশে কিশোর স্রম নিষেদ। খুব ভাল, কিন্তু একজন কিশোর যে তার সংসার চালায়, সে কি করবে? সে না খেয়ে মারা যাবে। আইন খুব ভাল কিন্তু তার আগে এই চিন্তা থাকতে হবে, যে কিশোর -কিশোরীর ভরণ পোষণ কীভাবে হবে। বাল্য বিবাহ নিষেধ, খুব ভাল আইন , এই আইন ইট পাথরের ঢাকা শহরে চলতে পারে কিন্তু একজন গরিব গ্রাম্য মানুষের কথা চিন্তা করুন, যার ১৮ বছর পর্যন্ত একটি মেয়ে ঘরে রাখা কত কঠিন কাজ। হা আমারা গরিব মানুষ আমরাও চাই আমাদের মেয়েরা পড়াশুনা করুক, চাকুরি করুক, স্বাবলম্বী হোক, কিন্তু পারিনা। না এই দেশের আইন আমাদের , naনা এই দেশ আমাদের । আমরা গরিব মানুষ , আমাদের কোন দেশ নাই , নাই কোন জাতি।
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




