দিনগুলো এখন আর উদ্ধ্যততা দেখানোর মত না। সুখী আছি এটা ভাবার তেমন একটা উপাদান এই মুহুর্তে নাই,আবার হয়ত আছেও।আচ্ছা,সব সময় ই তো এমন মনে হত। আসলে জীবনে প্রতিটা লেভেল এর শেষ অংশে এসে ই এই ধরনের চাপ অনুভব করেছি।কোনটা কম, কোনটা বেশী সেটা মাপতে পারিনি কখনো।আসলে পারিনি কেন সেটা এভাবে ব্যখ্যা করা যায়— নিজ নিজ সময়ের সাথে সাথে আশে পাশের পরিবেশ আর কেন্দ্রিয় প্রত্যাশার কারনে এমন হয়েছে।প্রতিটা ঝড়(ঝড় বলছি এই কারনে কারন কোন লেভেল র শেষটাই আমার কাছে এতটা সহজ মনে হয়নি,যতটা আমার আশেপাশের মানুষদের মনে হয়েছে)ই বেশ ভালভাবে উতরে গেছি।মানসিক ভাবে সব সময়ি বেশ দুর্বল ছিলাম,তাই কষ্ট হয়েছে।সামনে আর একটা লেভেল কম্পলিশন। এ মুহুর্তে এটা কিভাবে পার করব সেটা ভাবছি। এই সময়টার উপর হয়ত জীবন র ভিত নির্ভর করছে(প্রতিটা লেভেল এ বাবা মা বলত,আর এই লেভেল এ আমি নিজেই বলছি)।আসলে ভিত তো আস্তে আস্তে ই তৈরি হয়। এখন হয়ত বুঝা যাবে আগেরগুলোতে কতটা ভাল ছিলাম।অনেকদিন নিজেকে ভাল কিছু উপহার দেয়া হয় না। নিজেকে উপহার দেয়াটা মনে হয় সবচেয়ে কঠিন।যাই হোক,এত চাপ নিয়েও ভাল থাকতে চাইছি।ঐ যে নিজের ভিতু মনটাকে ঘুম পারিয়ে রাখতে চাইছি যাতে যুদ্ধের ভয়ঙ্কর রূপ টা দেখতে না হয়।এত কিছুর মধ্যেও দিন চলে যাচ্ছে। খুব কি ভালভাবে যাচ্ছে??আগেই বলেছি,আমি আসলে খুব ই দুর্বল মনের একজন মানুষ।খুব সহজ এ তাই ভাল থাকতে পারি না।আশে পাশের মানুষগুলোকে কত ভাল থাকতে দেখি।আসলেই কি ওরা সুখী না ভান করে??ওরা পারলে আমি কেন পারি না??বুঝি না!!!!!যখন ই ভাল একটা মুহুর্তের মধ্যে দিয়ে যেতে নেই পরখনেই মনে হয় আমার কি আই মাস্তি সাজায়??আজব আমি!!।এই লিখাটা যখন লিখছি তখন আমি ট্রেন এ। বন্ধুদের জোরাজোরি তে সিলেট যাচ্ছি ঘুরতে।ওরা তো আর বুঝে না আমার মনে যে শান্তি নাই। খুব কিছু দয়া পাওয়ার আশায় এবং কিছু কাওন্সেলিং এর উদ্দেশ্যে বন্ধুদের আমার এই মনের অবস্থাটা শেয়ার করলাম।ব্যস!!!!!দিল আমারে পচাইয়া।
আমার এই লিখাটা ঐ সব মানুষগুলোর জন্য যারা এই মুহুর্তে তাদের একাডেমিক কিংবা প্রফেশনাল লাইফ এ খুব বিতিকিচ্ছিরি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন।।শুনেন ভাই, লাইফ এ কি আছে???যখন যা করা দরকার করবেন।এবং যে ই অবস্থাতেই থাকেন না কেন ভাববেন—“এর চেয়ে খারাপ ও তো থাকতে পারতাম(শুধু একটু আশে পাশে তাকান,অনেকেই আপনার চেয়ে অনেক খারাপ আছে)!!!!স্রষ্টা নিশ্চয়ই আমার জন্য অনেক ভাল কিছু রেখেছেন”……নিজের মনকে খুশী রাখাই সব চেয়ে বড় কথা।।ভাল থাকবেন…

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




